আজ সন্ধ্যেয় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী, করতে পারেন বড়সড় কোনও ঘোষণা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ সন্ধ্যে ছটায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আচমকাই প্রধানমন্ত্রীর এই ঘোষণা পর চারিদিকে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। অনেকের মতেই উনি আজ করোনার ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা করতে পারেন। আরেকদিকে নবরাত্রির মধ্যে আচমকাই জাতীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ নিয়ে অনেক আশাও সৃষ্টি হয়েছে। করোনায় কাবু হওয়া ভারতবাসীরা এখন ভ্যাকসিনের আশায় বসে আছে। যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভ্যাকসিনের ঘোষণা করেন, তাহলে এই উৎসবের মরশুমে দেশবাসীর কাছে এর থেকে বড় খুশির খবর আর কিছুই থাকবে না। তিনি নিজেই ট্যুইট করে আজ এই কথা জানান।

X