আগামী চার মাসের মধ্যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন! জল্পনা বাড়িয়ে মন্তব্য সৌমিত্র খাঁ-এর

বাংলা হান্ট ডেস্কঃ আগামী চারমাসের মধ্যে ২০২১ এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে বলে জানালেন বঙ্গ  বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তিনি গতকাল কৃষি আইন ২০২০ এর সমর্থনে বাঁকুড়ার রাইপুরে একটি সভায় এই মন্তব্য করেন। তিনি সরাসরি তৃণমূলকে আক্রমণ করে বলেন, ওঁরা রাজ্যে যেমন অত্যাচার চালাচ্ছে, তাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবেই। তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন, জঙ্গল মহলকে বেশি ক্ষেপিও না, জঙ্গলে পাওয়া চ্যালাকাঠ দিয়েই তাহলে তোমাদের ঠেঙানো হবে।

এর আগে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, মমতা ব্যানার্জী যেখানে যেখানে পুজো মণ্ডপে মায়ের মূর্তি উন্মোচন করছেন, সেখানে সেখানে তিনি করোনা ছড়াচ্ছেন। বাংলা হান্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সৌমিত্র খাঁ বলেছিলেন, আমরা মিথ্যে কথা বলিনা। বেলেঘাটা আইডি থেকে যে জীবাণু স্প্রে করা যায় না, সেটা ভুল বলা হচ্ছে।

তিনি বলেছিলেন, করোনার জীবাণু আট থেকে ১২ ঘণ্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। তবে আমাদের থেকে ডাক্তাররা এই বিষয়ে বেশি জানেন। আমাদের এই নিয়ে জ্ঞান সীমিত, তবে আমরাও কিছু জানি। উনি বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছেন ভীন রাজ্য থেকে যেই লরি গুলো আসছে, সেই লরির চাকাতে করে করোনা আসছে। তাহলে মুখ্যমন্ত্রী যায়গায় যায়গায় ঘুরছেন, ওনার নিরাপত্তারক্ষীদের করোনা হচ্ছে, তাহলে আমরাও মমতা ব্যানার্জীর কথামতো ধরতে পারি যে, উনি চটি করে মন্দিরে মন্দিরে করোনা ছড়াচ্ছেন।

উনি ক্লাব গুলোকে টাকা দেওয়া প্রসঙ্গে বলেন, আমি নিজে একটা ক্লাব প্রেসিডেন্ট এই পুজোর সময়ে ক্লাবে ক্লাবে টাকা দিলে ক্লাবের অনেক উন্নতি হবে। কিন্তু মমতা ব্যানার্জী ক্লাবে টাকা দেওয়ার জন্য শর্ত রেখেছেন ২০ টি করে মমতা ব্যানার্জীর ব্যানার রাখতে হবে। উনি খরচের হিসেব দিয়ে বলেন, ২০ টি ব্যানার ৮০০ টাকা করে খরচ হলে ১৬ হাজার টাকা খরচ হবে। মমতা ব্যানার্জীর ক্লাবে দানের টাকা দিয়ে নিজের প্রচার করছেন বলে জানান তিনি।

আরেকদিকে তিনি বলেন, মমতা ব্যানার্জী চাইছে ক্লাবে ক্লাবে হার্মাদ তৈরি করতে, কিছুদিন আগে বেলেঘাটা ক্লাবে যেই বিস্ফোরণ হয়েছিল, মমতা ব্যানার্জী নির্বাচনের সময় রাজ্যের সমস্ত ক্লাব গুলোকে ওই বেলেঘাটা ক্লাবের মতই ব্যবহার করতে চান।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর