বাংলা হান্ট ডেস্কঃ মহালয়ার আগেই ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার বিকেলে কলকাতায় পা রাখবেন তিনি। রাজভবনে রাত্রিবাসের পর সোমবার সকালে সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানের পর তিনি রওনা দেবেন বিহারের উদ্দেশে।
১৪ সেপ্টেম্বর বিকেলে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)
শনিবার, ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। ৫ মিনিট পর বিমানবন্দর থেকে বেরিয়ে ৬টা ১০ মিনিট নাগাদ তিনি রাজভবনে পৌঁছবেন। সেখানেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
পরের দিন সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী যাবেন ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সেনাবাহিনীর কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এরপর দুপুর ১টা ৪০ মিনিটে ফের কলকাতা বিমানবন্দরে গিয়ে বিহারের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।
প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর দেশের মধ্যে ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তিন বাহিনীর প্রধান ও সিডিএস অনিল চৌহান। সেখানে সীমান্ত কৌশল এবং সেনার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি নিয়েই হবে আলোচনা বলে খবর সূত্রের।
আরও পড়ুনঃ ‘আমি কোন ভুল কথা বলিনি’, মতুয়া বিতর্কে অবস্থানে অনড় মহুয়া মৈত্র
বাংলার মাটি থেকে একাধিক কৌশলগত বৈঠকের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশের প্রতিরক্ষা নীতি ও সেনার আগামী দিনের রণনীতি নির্ধারণে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম বলে মনে করা হচ্ছে।