খুব শীঘ্রই হবে টিকাকরণ, আগামী ১১ জানুয়ারি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ জানুয়ারি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করবেন। এই বৈঠক বিকেল চারটে থেকে শুরু হবে আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বৈঠকে সমস্ত রাজ্যে করোনা ভাইরাসের মহামারীর বর্তমান পরিস্থিতি আর টিকাকরণ অভিযান শুরু করা নিয়ে চর্চা হবে। জানিয়ে দিই, করোনা ভাইরাসের সংক্রমণের মামলা ধীরে ধীরে কমছে ভারতে। দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে ২৫ হাজার ৪৪৯ হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় শুক্রবার তথ্য দিয়ে জানায় যে, দেশে করোনা ভাইরাসে বর্তমান চিকিৎসাধীন রোগীর সংখ্যা মাত্র ২.১৬ শতাংশে এসে ঠেকেছে।

মন্ত্রালয় জানিয়েছে যে, ভারতে বিগত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ১৩৯ টি মামলা সামনে এসেছে। স্বাস্থ্য মন্ত্রালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫৩৯ জন রোগী করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে। মন্ত্রালয় জানায় বিগত ২৪ ঘণ্টায় ২৩৪ জনের মৃত্যু হয়েছে।

X