বন্দে মাতরম নিয়ে ১০ ঘণ্টার আলোচনা সংসদে, আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Published on:

Published on:

PM Narendra Modi to Lead Special Lok Sabha Discussion on Vande Mataram
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জাতীয় গান ‘বন্দে মাতরম’ গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সংসদে শুরু হচ্ছে বিশেষ আলোচনা। শীতকালীন অধিবেশনে এই আলোচনার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এদিন লোকসভা-রাজ্যসভা, দুই কক্ষেই বন্দে মাতরমের ইতিহাস ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর জন্য সংসদে আলাদা করে সময় বরাদ্দ করে করা হয়েছে।

মোট ১০ ঘন্টা সময় বরাদ্দ হয়েছে ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনার জন্য (PM Narendra Modi)

সূত্রের খবর, বন্দে মাতরম গানকে ঘিরে বহু অজানা এবং কম চর্চিত ঐতিহাসিক তথ্য সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। জানা গিয়েছে, আজ ও আগামিকাল, অর্থাৎ ৮ ও ৯ ডিসেম্বর মিলিয়ে মোট ১০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে বন্দে মাতরম নিয়ে আলোচনার জন্য। আজ দুপুর ১২টায় লোকসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পাশাপাশি বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

রাজ্যসভাতেও আলোচনার জন্য বরাদ্দ হয়েছে ৩ ঘন্টা সময়

শুধু লোকসভাই নয়, রাজ্যসভাতেও বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা হবে। সেখানে মোট ৩ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। শাসক এনডিএ সাংসদদের পাশাপাশি বিরোধীরাও আলোচনায় অংশ নেবেন। কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী ও গৌরব গগৈ বক্তব্য রাখতে পারেন বলে জানা গিয়েছে।

তৃণমূল কংগ্রেস সংসদে ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনাকে সমর্থন জানিয়েছে। তবে কংগ্রেস এই আলোচনার সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, যখন দেশজুড়ে SIR নিয়ে আলোচনা চলছে এবং পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা নির্বাচন, ঠিক সেই সময়েই কেন বন্দে মাতরম নিয়ে সংসদে বিশেষ আলোচনা করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস।

প্রসঙ্গত, ১৮৭০-র দশকে বন্দে মাতরম লেখেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামের সময় এই গান সাহস, বীরত্ব ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল। এক সময় জাতীয় সঙ্গীত হিসেবে বন্দে মাতরমকে বেছে নেওয়ার প্রস্তাব থাকলেও, শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জন গণ মন’ জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়।

বন্দে মাতরমের মোট ছয়টি পংক্তি থাকলেও, সাধারণত প্রথম দুটি পংক্তিই গাওয়া হয়। চলতি বছরে গানের ১৫০ বছর পূর্তি উপলক্ষে গত ১ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে বছরভর উদযাপনের ঘোষণাও করা হয়েছিল।

PM Narendra Modi to Lead Special Lok Sabha Discussion on Vande Mataram

আরও পড়ুনঃ সকাল ৭টা থেকে ৯টা কলকাতার রাস্তায় দাঁড়াবে না কোনও গাড়ি, সিদ্ধান্ত মেয়র ও পুলিশ কমিশনারের

উল্লেখ্য, গত ৭ নভেম্বর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কংগ্রেসকে আক্রমণ করে দাবি করেছিলেন, বন্দে মাতরম গানের গুরুত্বপূর্ণ কিছু পংক্তি বাদ দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষাপটেই সংসদের এই বিশেষ আলোচনার দিকে নজর দেশজুড়ে।