৪৮ মিনিটে ১ ঘন্টা, ৩০ ঘন্টায় ১ দিন! বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি উদ্বোধন করে নজির সৃষ্টি প্রধানমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : অবন্তিকা নগরী উজ্জয়িনীর নাম আরও একবার ইতিহাসে পাতায় উঠে এসেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন বিশ্বের প্রথম বৈদিক ঘড়ির। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী বিক্রমাদিত্য বৈদিক ঘড়ির উদ্বোধন করেন। যন্তর মন্তর কমপ্লেক্স, চিন্তামন বাইপাস রোড, উজ্জয়িনীতে এই ঘড়ির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

‘বিকশিত ভারত বিকশিত মধ্যপ্রদেশ’-এ একটি ভার্চুয়াল ভাষণে ২৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই ঘড়ি ভারতের ঐতিহ্য ও উন্নয়নের প্রতীক।মধ্যপ্রদেশের পর্যটন ক্ষেত্রে সম্প্রতি যে উন্নতি ঘটেছে সেই কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে। প্রধানমন্ত্রী বলেন সাম্প্রতিক সময় ওমকারেশ্বর এবং মমলেশ্বরে ভক্তসমাগম বেড়েছে বহু গুণ।

আরোও পড়ুন : তাক লাগালেন মুকেশ-নীতা! অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে রোম্যান্টিক নাচ আম্বানি দম্পতির, ভাইরাল ভিডিও

ভারতের কেন্দ্রীয় মেরিডিয়ান হিসাবে একটা সময় বিবেচিত করা হত উজ্জয়িনীকে। এটি পৃথিবী পৃষ্ঠের একটি কাল্পনিক রেখা, যেটি দুই ভাগে বিভক্ত হয়েছে। প্রধানমন্ত্রী এদিনের ভাষণে আরো বলেন, পৃথিবীর কাছে সময় গণনার কেন্দ্র ছিল বাবা মহাকালের শহরটি। তবে মানুষ এই কথা ভুলে গেছে।

আরোও পড়ুন : ‘জোরে আওয়াজ… খাট-সোফা সব জায়গাতেই পারি’, এবার বিয়ের আগে গোপন কথা ফাঁস করলেন শ্রীময়ী নিজেই

উজ্জয়িনীর যন্তর মন্তরের ভিতরে সরকারি জিওয়াজি অবজারভেটরির কাছে ৮৫ ফুট উঁচু টাওয়ারে এই ঘড়িটি স্থাপন করা হয়েছে। জানা যাচ্ছে এই ঘড়িটি রাশি ফল প্রকাশ করছে সক্ষম। প্রসঙ্গত, সম্পূর্ণ ডিজিটাল এই বৈদিক ঘড়িটি। এই ঘড়িতে এক ঘন্টা হয় ৪৮ মিনিটে। ২৪ ঘন্টা বদলে ৩০ ঘন্টায় হয় একদিন। সময় দেওয়ার পাশাপাশি এই ঘড়িটি শুভ কর্মের সময়ের ব্যাপারেও জানাবে।

vedic clock 1709231299

এদিনের বক্তৃতায় প্রধানমন্ত্রী কৃষকদের কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন একজন কৃষকের কাছে সব থেকে বড় কাজ হল জমির জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করা। ভবিষ্যতে দেশে হাজার হাজার গোডাউন তৈরি করা হবে এবং ৭০০ লক্ষ মেট্রিক টন স্টোরেজ ক্ষমতা থাকবে। এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় আসলে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর