বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার রাতে শারীরিক অসুস্থতার কারণে আমদাবাদের (Ahmedabad) হাসপাতালে (Hospital) ভর্তি করানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা (PM Modi’s Mother) শতায়ু হীরাবেনকে (Heeraben)। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। জানা যায়, বয়সজনিত অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করাতে হয় প্রধানমন্ত্রীর মাকে।
দুদিন কেটে গেলেও এখনো হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। তাঁর সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন বিশেষ চিকিৎসক দল। তবে স্বস্তি জাগিয়ে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তাঁর স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সেইমত শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।
এদিন হাসপাতাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছোট ভাই প্রহ্লাদ মোদী (Prahlad Modi) জানান, শ্বাসকষ্টজনিত কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তাঁর অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। পাশাপাশি প্রহ্লাদ এও জানান হাসপাতালে চিকিৎসকের দল নিজেদের সামর্থ মত হীরাবেনের সার্বক্ষণিক তদারকি করছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর মায়ের দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে চলছে পুজা ও আচার। তাঁর আরোগ্যের জন্য দেশ জুড়ে আচার-অনুষ্ঠান পালন করা হচ্ছে। কাশীতে চলছে মহামৃত্যুঞ্জয় জপ , পাশাপাশি বিভিন্ন স্থানে হবনও অনুষ্ঠিত হচ্ছে। এবিষয়ে সকলের মন্তব্য, যে প্রধানমন্ত্রী দেশের জন্য সবকিছু উৎসর্গ করেছেন, তাই তাঁর মায়ের সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা তাঁদের দায়িত্ব।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে ৯৯ পূর্ণ করে ১০০ বছরে পা দিয়েছেন হীরাবেন। তাঁর হঠাৎ অসুস্থতার খবর পেয়ে বুধবার সকালে হীরাবেনকে দেখতে হাসপাতালে যান গুজরাত বিজেপির একাধিক নেতৃত্ব।