বাংলা হান্ট ডেস্কঃ দেশের বহু মেধাবী ছাত্রছাত্রী পড়াশোনার খরচ চালাতে না পেরে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন। সেই সমস্যা রুখতে কেন্দ্র সরকার প্রতি বছর চালু করে (PM Scholarship Scheme)। ২০২৫-এর জন্য এই স্কিমে সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হচ্ছে। সদ্য প্রকাশিত হয়েছে স্কলারশিপের স্ট্যাটাস। তাই যারা আবেদন করতে চান, এখনই জেনে নিন সব খুঁটিনাটি।
কারা পাবেন এই স্কলারশিপ, কত টাকা মিলবে?
এই স্কলারশিপ মূলত সেইসব ছাত্রছাত্রীদের জন্য, যারা সেনা, আধাসামরিক বাহিনী বা RPF কর্মীর সন্তান। এছাড়া OBC, SC/ST, MBC বা অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীরাও এর আওতায় আসেন। শর্ত একটাই, উচ্চমাধ্যমিকে (Class 12) অন্তত ৬০% নম্বর থাকতে হবে। পেশাদার কোর্স যেমন B.Tech, MBBS, MBA, B.Sc (Nursing) ইত্যাদিতে ভর্তি হলে বছরে ছাত্র পাবে ₹৩০,০০০ এবং ছাত্রী ₹৩৬,০০০ পর্যন্ত Direct Benefit Transfer-এর মাধ্যমে টাকা পাবে।
আবেদন পদ্ধতি | PM Scholarship Scheme Application Process
প্রথমে যেতে হবে https://scholarships.gov.in -এই ওয়েবসাইটে। সেখানে ‘New Registration’ অপশন বেছে নিয়ে Aadhaar, মোবাইল নম্বর ও ব্যাঙ্ক ডিটেলস দিয়ে ফর্ম ফিলআপ করতে হবে। এরপর লগইন করে “(PM Scholarship Scheme 2025)” অপশন বেছে নিতে হবে এবং দরকারি ডকুমেন্টস আপলোড করে Submit করতে হবে।
এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে জুলাই মাসের প্রথম সপ্তাহে। শেষ তারিখ (সম্ভাব্য) ১৫ আগস্ট, ২০২৫। আর টাকা পাঠানো শুরু হবে সেপ্টেম্বর থেকে। তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন।
আরও পড়ুনঃ ১০ বছর আগের ট্রেন দুর্ঘটনায় নিহতদের সরকারি চাকরির ঘোষণা, ‘ভোটের আগে নয়া চাল’ বলছে বিরোধীরা
যারা ফর্ম পূরণ নিয়ে দ্বিধায় রয়েছেন, তারা অফিশিয়াল পোর্টালে দেওয়া Video-টি দেখে সহজেই পুরো প্রক্রিয়া বুঝে নিতে পারবেন। Reference ID পাওয়ার পর, সেটি সংরক্ষণ করে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।