বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। ইতিমধ্যেই শুক্রবার শ্রম মন্ত্রক জানিয়েছে যে, কর্মসংস্থান-সম্পর্কিত উৎসাহজনক প্রকল্প “প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা” (PM Viksit Bharat Rozgar Yojana) আগামী ১ অগাস্ট ২০২৫ থেকে বাস্তবায়িত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পটি অনুমোদন করেছে।
১ অগাস্ট ২০২৫ থেকে বাস্তবায়িত হবে এই স্কিম (PM Viksit Bharat Rozgar Yojana):
ইতিমধ্যেই মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে, এই প্রকল্পের (PM Viksit Bharat Rozgar Yojana) লক্ষ্য হল দেশে কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করা। জানিয়ে রাখি যে, “প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা” (PM-VBRY)-র মোট ব্যয় হল ৯৯,৪৪৬ কোটি টাকা। যেটি ২ বছরে ৩.৫ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে। এর মধ্যে ১.৯২ কোটি সুবিধাভোগী প্রথমবারের মতো কর্মক্ষেত্রে যোগ দেবেন। এই প্রকল্পের সুবিধা ১ অগাস্ট, ২০২৫ থেকে শুরু করে ৩১ জুলাই, ২০২৭ এর মধ্যে তৈরি হওয়া চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে।
View this post on Instagram
এই প্রকল্পের উদ্দেশ্য কী: বিবৃতি অনুসারে, কর্মসংস্থান-সম্পর্কিত উৎসাহজনক এই প্রকল্পটি ১ অগাস্ট ২০২৫ থেকে “প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PM-VBRY) হিসেবে বাস্তবায়িত হবে। এই নামটি বিকশিত ভারত উদ্যোগের দিকে প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং দেশে অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ-বান্ধব কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই প্রকল্পের (PM Viksit Bharat Rozgar Yojana) লক্ষ্য হল নিয়োগকারীদের নতুন কর্মসংস্থান তৈরিতে উৎসাহিত করা এবং উৎপাদন ক্ষেত্রের ওপর বিশেষ মনোযোগ দিয়ে বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুবিধা প্রদান করা। কর্মসংস্থান-নেতৃত্বাধীন বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে ভারতের কৌশলের এটি একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও এটি বিবেচিত হবে।
আরও পড়ুন: ফের ইতিহাস গড়ল ভারতীয় রেল! হাইড্রোজেন চালিত ট্রেনের সফল পরীক্ষা সম্পন্ন, কোন রুটে চলবে?
এই স্কিমে কত টাকা মিলবে: জানিয়ে রাখি যে, এই স্কিমের (PM Viksit Bharat Rozgar Yojana) ২ টি অংশ রয়েছে। অংশ A প্রথমবারের মতো বিনিয়োগকারীদের ওপর দৃষ্টি নিবদ্ধ করে এবং অংশ B নিয়োগকারীদের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। কর্মচারী ভবিষ্য নিধি তহবিল সংস্থা (EPFO)-তে প্রথমবার নিবন্ধনকারী কর্মচারীদের কথা মাথায় রেখে, পার্ট A-এর অধীনে এক মাসে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত EPF অবদান ২ টি কিস্তিতে পাওয়া যাবে। এদিকে,১ লক্ষ টাকা পর্যন্ত বেতনের কর্মীরা এর জন্য যোগ্য হবেন। প্রথম কিস্তি ৬ মাসের চাকরির পর পরিশোধ করা হবে এবং দ্বিতীয় কিস্তি ১২ মাস চাকরির পর এবং কর্মচারীর আর্থিক সাক্ষরতা কর্মসূচি সম্পন্ন করার পর পরিশোধ করা হবে।
আরও পড়ুন: ভারতীয় ফুটবল টিমের কোচ হওয়ার জন্য আবেদন স্পেনের বিশ্বচ্যাম্পিয়নের! টাকার অভাবে এগোলনা কথা
নিয়োগকারীদের এই নির্দেশ দেওয়া হয়েছে: সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য, এই উৎসাহজনক অর্থের
(PM Viksit Bharat Rozgar Yojana) একটি অংশ নির্দিষ্ট সময়ের জন্য একটি সঞ্চয়পত্র বা আমানত অ্যাকাউন্টে রাখা হবে এবং পরবর্তীতে কর্মচারী তা তুলতে পারবেন। এই অংশে সকল ক্ষেত্রে অতিরিক্ত কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। বিশেষ করে উৎপাদন ক্ষেত্রের ওপর নজর দেওয়া হবে। ১ লক্ষ টাকা পর্যন্ত বেতনপ্রাপ্ত কর্মীদের জন্য নিয়োগকারীরা ইনটেনসিভ পাবেন। সরকার তাদের কমপক্ষে ৬ মাস ধরে একটানা নিয়োগ করা প্রতিটি অতিরিক্ত কর্মীর জন্য ২ বছরের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ইনটেনসিভ প্রদান করবে। উৎপাদন ক্ষেত্রের জন্য, তৃতীয় এবং চতুর্থ বছরের জন্যও ইনটেনসিভ বাড়ানো হবে।