বড়সড় সিদ্ধান্ত! জানুয়ারিতে মিলবে না রেশন, টুইটের মাধ্যমে জানাল রাজ্য

বাংলা হান্ট ডেস্ক: বছরের শুরুতেই রেশন উপভোক্তাদের জন্য দুঃসংবাদ! চলতি মাসে “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা”র (PMGKAY) বরাদ্দ রেশন থেকে বঞ্চিত থাকছেন উপভোক্তারা। তবে, জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারিতে এই রেশন ফের উপলদ্ধ হবে বলেও জানা গিয়েছে।

টুইটের মাধ্যমে এই খবর সামনে এনেছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর। এই প্রসঙ্গে জানানো হয়েছে যে, “ভারতের খাদ্য নিগম সময়মতো এ.এ.ওয়াই/পি.এইচ.এইচ/এসপি.এইচ.এইচ(AAY/PHH/SPHH উপভোক্তাদের জন্য বরাদ্দ পি.এম.জি.কে.এ.ওয়াই (PMGKAY)-এর চাল ও গম সরবরাহ করতে না পারায় জানুয়ারি মাসে পি.এম.জি.কে.এ.ওয়াই (PMGKAY)-এর খাদ্য সামগ্রী বণ্টন করা সম্ভব হল না। তবে, জানুয়ারি মাসের (PMGKAY)-এর বরাদ্দ রেশন ফেব্রুয়ারিতে ও ফেব্রুয়ারি ও মার্চের রেশন যথাক্রমে মার্চ ও এপ্রিল মাসে দেওয়া হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা মহামারীর করাল গ্রাসে বিপর্যস্ত হয়েছে দেশবাসী। পাশাপাশি, কর্মহীনও হয়ে পড়েছিলেন বহু মানুষ। এমতাবস্থায়, দেশবাসীর পাশে দাঁড়াতে এগিয়ে আসে কেন্দ্র এবং শুরু হয় প্রধানমন্ত্রী “গরিব কল্যাণ অন্ন যোজনা”। ইতিমধ্যেই এর মাধ্যমে বিনামূল্যে রেশন পান দেশের প্রায় ৮০ কোটি মানুষ। কিছুদিন আগেই এই যোজনার মেয়াদ চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণের কারণে জারি করা লকডাউনে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই সমস্ত ফুটপাথের বাসিন্দা, হকার, রিকশাচালক, পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই প্রকল্প শুরু করে সরকার। গত ২ বছর ধরে আর্থিকভাবে দুর্বল মানুষের অন্নসংস্থান করে আসছে এই প্রকল্প।

WhatsApp Image 2022 01 03 at 1.06.03 PM

এই যোজনার চতুর্থ পর্যায়ে সরকার ২০২১ সালের নভেম্বর পর্যন্ত অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দ করেছিল। এই স্কিমের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে ৫ কেজি রেশন দেওয়া হয়। “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা” পিএম রেশন ভর্তুকি স্কিম নামেও পরিচিত।

পাশাপাশি, ২০২০ সালের ২৬ মার্চ শুরু হওয়া ২১দিনের লকডাউনের কথা মাথায় রেখেই এই যোজনা শুরু করে সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় প্রাথমিকভাবে ১.৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলেও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন যে, এই প্রকল্পে আরও ৫৪,৩৪৪ কোটি টাকা ব্যয় করা হবে। সব মিলিয়ে এই প্রকল্পের মোট খরচের পরিমাণ দাঁড়াবে প্রায় ২.৬ লক্ষ কোটি টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর