ধোনি নয়, এই কারণে শেষ হয়েছে আমার কেরিয়ার! ফের বিস্ফোরক মন্তব্য হরভজন সিংয়ের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগেই অফিসিয়ালি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অফস্পিনার হরভজন সিং। এরপরই নিজের কেরিয়ারের শেষদিকটা সুন্দর না হওয়ার কারণে বিসিসিআই ও মহেন্দ্র সিং ধোনির প্রতি সরাসরি না হলেও অভিযোগ জানিয়েছিলেন ভাজ্জি। কিন্তু সম্প্রতি তিনি তার সাক্ষাৎকারে আরও একটি বড় তথ্য দিয়েছেন।

বিসিসিআইকে আক্রমণ করে ভাজ্জি বলেছেন, “হ্যাঁ, এমএস ধোনি তখন অধিনায়ক ছিলেন কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটা ধোনির হাতের। বাইরে ছিল। আমার ধারণা কিছু বিসিসিআই কর্মকর্তা ছিলেন যারা আমাকে দল থেকে ছেঁটে ফেলার ব্যাপারে জড়িত ছিলেন এবং তারা চাইতেন না যে আমি অধিনায়কের কাছ থেকে কোনও সমর্থন পাই। কারণ একজন অধিনায়ক কখনই বিসিসিআইয়ের উপরে হতে পারে না। বিসিসিআই কর্মকর্তারা বরাবরই অধিনায়ক, কোচ বা দলের চেয়ে বড়।” হরভজন আরও যোগ করেছেন যে “অন্যান্য ক্রিকেটারদের তুলনায় ধোনি বিসিসিআইয়ের পক্ষ থেকে অনেক বেশি সমর্থন পেয়েছিল এবং অন্য আমার ধারণা যে যদি বাকিরাও একই ধরণের সমর্থন পেত তবে তারাও নিজেকে প্রমাণ করতে পারতো। বাকি খেলোয়াড়রা যে ভালো পারফর্ম করতে ভুলে গিয়েছিলেন বা কোনওদিনও করেননি তা নয়।”

Harbhajan singh 12as 1

নিজের কেরিয়ারের অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ভাগ্য সবসময়ই আমাকে সমর্থন করেছে। শুধু কিছু বাহ্যিক কারণ সম্পূর্ণরূপে আমার বিরুদ্ধে ছিল। আমি যেভাবে বোলিং করছিলাম এবং নিজের কেরিয়ারের গতি নিয়ে সন্তুষ্ট ছিলাম। আমি যখন টেস্টে ৪০০ উইকেট নিয়েছিলাম তখন আমার বয়স ৩১ বছর ছিল এবং আমি যদি আরও ৪-৫ বছর নিয়মিত খেলতাম তবে আমি আরও অনেক বেশি উইকেট নিতে পারতাম।

এরপর হরভজনও নিজের জীবন নিয়ে বায়োপিক বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন। হরভজন বলেন, “আমি আমার জীবন নিয়ে একটি ফিল্ম বা ওয়েব সিরিজ তৈরি করতে চাই যাতে মানুষ আমার গল্প, আমি কেমন মানুষ এবং আমি কী করি তা জানতে পারে।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর