নাম নেই ২০০২-এর লিস্টে, কবি জয় গোস্বামীকে শুনানিতে তলব কমিশনের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) এর শুনানি পর্ব শুরু হয়ে গিয়েছে। এই পর্বেই এবার শুনানির জন্য ডাক পড়েছে কবি জয় গোস্বামীর। মঙ্গলবার তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় আগামী ২ জানুয়ারি তাঁকে তলব করেছে নির্বাচন কমিশন। কিন্তু তিনি আদৌ শুনানিতে উপস্থিত হতে পারবেন কিনা তা নিয়ে থাকছে প্রশ্ন।

এসআইআর (SIR) এর শুনানিতে ডাক পেলেন জয় গোস্বামী

বর্তমানে টালিগঞ্জ বিধানসভার ভোটার জয় গোস্বামীর পরিবার। তাঁর স্ত্রী এবং কন্যার নাম রয়েছে খসড়া তালিকাতেও। তবে জানা যাচ্ছে, ২০০২ সাল পর্যন্ত না ভোটার তালিকায় নাম ছিল জয় গোস্বামীর, আর না তিনি যেতেন ভোট দিতে। কিন্তু তারপর থেকে প্রতিবারই ভোট দিয়েছেন কবি। কিন্তু ২০০২ এর তালিকায় নাম না থাকায় এবার কবির ডাক পড়ল শুনানির জন্য।

Poet joy goswami got summon for sir hearing

অস্ত্রোপচার হয়েছে কবির: এদিকে গত কয়েক বছরে পরপর তিনটি অস্ত্রোপচার হয়েছে কবি জয় গোস্বামীর। সম্প্রতিই একটি অস্ত্রোপচার হয়েছে তাঁর। শরীর অসুস্থই থাকে তাঁর। এমতাবস্থায় আদৌ তিনি উপস্থিত হতে পারবেন কিনা শুনানিতে (SIR) তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন : রেকর্ড শীতে কাঁপছে দক্ষিণবঙ্গ! কবে থেকে বাড়বে তাপমাত্রা? দিনক্ষণ জানাল আবহাওয়া দপ্তর

কীভাবে যাবেন শুনানিতে: কবির কন্যা দেবত্রী বলেন, তাঁর বাবার কাছে কিছু তথ্য এবং নথি চাওয়া হয়েছে। কিন্তু তাঁর শরীরের বর্তমানে যা অবস্থা তাতে তিনি শুনানিতে যেতে পারবেন বলে মনে হয় না। তিনি এও জানান, তাঁর বাবার নথি এবং তথ্য নিয়ে তিনিই যাবেন শুনানিতে।

আরও পড়ুন : এই পাড়াতেই জন্ম-বেড়ে ওঠা, খালেদা জিয়ার প্রয়াণে শোকের সুর জলপাইগুড়িতে

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ৮৫ বছর উত্তীর্ণ বা গুরুতর অসুস্থ ভোটারদের বাড়ি গিয়ে শুনানির ব্যবস্থা করা হবে। কিন্তু কবি জয় গোস্বামীর বয়স ৭৪, তবে তিনি গুরুতর অসুস্থ। তাই তাঁর ক্ষেত্রে কমিশন কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।