বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আজকের দ্বিতীয় ম্যাচে হতাশাই সঙ্গী হলো ক্রিকেটপ্রেমীদের। বৃষ্টির জন্য আজকে আয়োজিত দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবোয়ে ম্যাচ আজ শুরু হতেই দেরি হয়েছিল। এরপর ওভার সংখ্যা কমিয়ে দুই দলকেই ব্যাট করতে নামানো হলেও বারংবার বৃষ্টির কারণে শেষপর্যন্ত ম্যাচটি বাতিল হয়ে যায়।
দক্ষিণ আফ্রিকা হতাশ হবে কারণ তারা জিম্বাবোয়ের করা ৯ ওভারে ৭৯ রানের লক্ষ্য যা পরিবর্তন হয়ে বৃষ্টির কারণে ৭ ওভারে ৬৪-তে এসে দাঁড়িয়েছিল, সেটি তাড়া করতে নেমে ৩ ওভারে ৫১ রান তুলে ফেলেছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
তাই বৃষ্টির কারণে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছে প্রোটিয়ারা। ওয়েসলি মাধেভেরের ১৮ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে কিছুটা লড়াই করার মতো জায়গায় পৌঁছেছিল জিম্বাবোয়ে। কিন্তু ১৮ বলে অপরাজিত ৪৭ রান করে সহজ জয় দক্ষিণ আফ্রিকাকে এনে দেওয়ার খুব কাছাকাছি ছিলেন কুইন্টন ডি কক।
বেগতিক দেখে জিম্বাবোয়ে বোলাররাও বৃষ্টির প্রত্যাশায় ওভারগুলি বড্ড ধীরগতিতে করেন এবং শেষপর্যন্ত তাদের সেই পরিকল্পনা কাজে লেগেছে। ১৯৯২, ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপের মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বৃষ্টি হতাশ করেছে প্রোটিয়া শিবিরকে।