Ekchokho.com 🇮🇳

কসবা কাণ্ডে পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ল ধৃতদের! নিরাপত্তারক্ষীর প্রসঙ্গে কী নির্দেশ? মিলল আপডেট

Published on:

Police custody of those arrested in Kasba Rape Incident What are the instructions regarding the security guard Update available St

বাংলা হান্ট ডেস্ক: কসবা কাণ্ডের (Kasba Rape Incident) জেরে বর্তমানে রাজ্য-রাজনীতি উত্তাল। এই ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manajit Mishra) এবং তার দুই সহযোগী প্রমিত ও জইবকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। ২৬ জুনের ঘটনার পর সোমবার মূল অভিযুক্ত‌‌‌ ও দুই সহযোগীকে আদালতে তোলা হয়।

বিচারপতি অভিযুক্তদের তদন্তের (Kasba Rape Incident) স্বার্থে ৮ জুলাই পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। এছাড়াও, এই ঘটনায় কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছিল। সোমবার অভিযুক্তদের পাশাপাশি, তাকেও আদালতে পেশ করা হয়। আদালত কসবা ল কলেজের নিরাপত্তারক্ষীকে তিনদিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে।

কসবা কাণ্ডে(Kasba Rape Incident) নয়া মোড়, পুলিশের হেফাজতে মূল অভিযুক্ত ও তার সঙ্গীরা সহ নিরাপত্তারক্ষী

কসবা কাণ্ডে (Kasba Rape Incident) উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিশেষ করে সিসিটিভি ফুটেজ, অভিযুক্তদের মোবাইল ডেটা ও নির্যাতিতার ফরেন্সিক রিপোর্ট ঘিরে জোরালো তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল। পুলিশ সূত্রের খবর, মূল অভিযুক্ত মনোজিতের মোবাইলে থাকা কিছু ফুটেজ ও কথোপকথন থেকে তদন্তের গতিপথ ঘুরতে পারে।

সোমবার অভিযুক্তদের আদালতে তোলা হয়। আদালতের বাইরে থাকা এক পুলিশ আধিকারিক জানান, ‘ঘটনার তদন্ত চলছে। এমনকি অভিযুক্তদের বিরুদ্ধে যে সকল প্রমাণ উঠে এসেছে, তার ভিত্তিতে অভিযুক্তদের হেফাজতে নেওয়া দরকার ছিল।

Police custody of those arrested in Kasba Rape Incident extended.

আরো পড়ুন:কসবার ঘটনা থেকে মিলেছে শিক্ষা! এবার বড় সিদ্ধান্ত নিল মমতার কলেজ, জারি নির্দেশিকা

পাশাপাশি, এই ঘটনায় নির্যাতিতার আইনজীবী দাবি করেন, ‘এই মামলা সাধারণ কোনও মামলা নয়। এর পেছনে রয়েছে পূর্ব পরিকল্পিত চক্রান্ত। নির্যাতিতার আইনজীবী আরও দাবি করেন সঠিক তদন্ত হলে আসল সত্যি উঠে আসবে।’