দুই বছর ধরে অপরাধ শূন্য! বাঁকুড়ার সাতটি গ্রামকে পুরস্কৃত করল পুলিশ

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের বিভিন্ন জেলায় নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে বা ভোটের ফলাফল প্রকাশের পর যে সংঘর্ষ ও সন্ত্রাসবাদের চিত্র ধরা পড়ে তা রীতিমতো আতঙ্কের সৃষ্টি করে সাধারণ মানুষের মনে। বিশেষ করে পঞ্চায়েত ভোট এর সময়, রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ভোটে অনেক সময় রাজনৈতিক দলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতারা। তবে এসব থেকে কয়েক কদম দূরে বাঁকুড়া জেলার সাতটি গ্রাম। যদিও এই গ্রামগুলিতে রাজনীতি আছে এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাও আছে কিন্তু তার সঙ্গে রাজনীতির কচকচানি কিংবা হানাহানি কোনওটাই নেই।31 0009708 082004

তবে চোরের উপদ্রব নেই তাই তো গত দু বছর ধরে বাঁকুড়ার মরাল কাশ পুকুর মদন বাটি শেখ ডাঙা প্রতাপ মাঠ সাঁওতা ও ভাসনা এই সাতটি গ্রামে রীতিমতো আনন্দে এবং স্বচ্ছলতার সঙ্গেই হাজার হাজার গ্রামবাসী বাস করছেন। যা নজিরবিহীন ঘটনাই বটে। এমনকি দু বছর ধরে কোনও অপরাধ তো ঘটেইনি তাঁর সঙ্গে কোনও কারণে পুলিশ এই গ্রামে ঢুকে নেই তাই অপরাধ শূন্য গ্রাম হিসেবে পুরস্কৃত হল বাঁকুড়ার এই সাতটি গ্রাম, দুই বছরের রেকর্ড খতিয়ে দেখে পুলিশের তরফ থেকেএই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল।

ওই সাতটি গ্রামে উচ্চবর্ণ নিম্নবর্ণ কিংবা উচ্চ সম্প্রদায় বা নিম্ন সম্প্রদায় মিলিয়ে হাজার হাজার মানুষ বাস করে যদিও তাদের মধ্যে ধর্ম বা সম্প্রদায়ের ভেদাভেদ হয় না তাঁদের একটাই পরিচয় তারা মানুষ, তাই তো ইন্দাস থানার তরফ থেকেই এই গ্রামগুলিকে শান্ত প্রকৃতির তকমা দিয়ে পুরস্কৃত করা হলেও।

আর এই প্রসঙ্গে বলতে গিয়ে ইন্দাস থানার ওসি বিদ্যুত্ পাল জানিয়েছেন গত দু বছরের হিসেবে নিরিখে দেখা গেছে এই সাতটি গ্রামের বাসিন্দারা নিজেদের কোনও সমস্যা হলে নিজেদের মধ্যেই মিটিয়ে নেন শুধু তাই নয় কোনও কারণেও থানার দ্বারস্থ হতে দেখা যায়নি তাই এমন সুন্দর পরিবেশ দেখে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তাই তো ইন্দাস হাইস্কুলের মাঠে বড় করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার পেয়ে যথেষ্টই খুশি স্ত্রী গ্রামের বাসিন্দারা। পুলিশের কাছ থেকে পুরস্কার পাওয়া এ তো গর্বের বিষয় এমনটাই বলছেন মদন বাটি গ্রামের এক সদস্য। তাই তো ভবিষ্যতে আরও শান্তি শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার নিয়ে আবারও শুরু হল এক নতুন পথ চলা।

সম্পর্কিত খবর