পুরো বস্তিকে দত্তক নিল পুলিশের টীম, শ্রমিকদের জন্য বাড়ি থেকে নিয়মিত আনেন খাবার

Published On:

সারা বিশ্বে করোনা ভাইরাস এমনভাবে থাবা বসিয়েছে যার প্রভাবে বহু মানুষ মারা যাচ্ছে। আর বেশিরভাগ মানুষ নিজেকে বাঁচাতে ঘর বন্দী। আর এর মধ্যে দিন রাত কাজ করছে পুলিশ এবং ডাক্তার। করোনা ভাইরাস বিপর্যয়ের এই পরিস্থিতিতে মধ্য প্রদেশ পুলিশ দরিদ্র পরিবারের সমস্যা দূর করার জন্য তাদের অনেক সাহায্য করছে।

পুলিশ সকল দরিদ্র পরিবারকে মানুষের সহায়তায় সহায়তা করছে। এই পরিস্থিতি এমন হয়েছে অনেক মানুষ এক বেলা পেট ভরে খেতে পায়না। আর মধ্যপ্রদেশ এর বাস করা ১০০ জন শ্রমিক পরিবার এই অবস্থায় এমনকি খাবারের জন্য একটি দানাও পায়নি।

আর এর মধ্যে একজন কনস্টেবল বাড়ি থেকে খাবার খেয়ে একটি ক্ষুধার্ত পরিবারকে খাওয়ায়।এখানকার পুলিশ রসুন মার্কেটের পিছনে অবস্থিত হাট ময়দানের জায়গা বেছে নিয়েছে।  হাট ময়দান এলাকায় প্রায় ১০০ টি আর্থিকভাবে দুর্বল পরিবার বাস করে।

দিন আনি দিন খায় মানুষ গুলি তাদের সামর্থ নেই যে তারা রোজ এরকম করে রোজ খাবার যোগাবে। আর এখন অবস্থা এমন যে কেউই কাজ করতে পারছেন না । আর মধ্যপ্রদেশ পুলিশ দল এখানে বসবাসকারী পরিবারগুলিকে ১০ দিনের রেশন, স্যানিটাইজার এবং মাস্ক সরবরাহ করেন।

সম্পর্কিত খবর

X