দিল্লী পুলিশের মানবিক ছবি: প্রতিবেশীরা সাথ না দেওয়ায় বৃদ্ধার শবদেহকে কাঁধ দিলেন পুলিশকর্মীরা

বাংলাহান্ট ডেস্ক : সারা দেশ (India)জুড়ে করোনা(corona) ভাইরাসের আতঙ্ক আর তার জেরে চলছে লক ডাউন শুনশান রাস্তা, নেই কোনো লোকজন। তার মধ্যে করোনার সংক্রমন যেন মানুষকে আরো দূরে ঠেলে দিয়েছে। মুম্বই, দিল্লি, আহমেদাবাদ এবং চেন্নাই করোনার ভাইরাসের মহামারী দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এখনো পর্যন্ত এই শহরগুলিতে বিপুল সংখ্যক মানুষ করোনার ভাইরাসে আক্রান্ত। আর এরমধ্যে এমন একটা ঘটনা সামনে এসেছে প্রতিবেশী বৃদ্ধ মহিলার মৃত্যুতে কোনো প্রতিবেশীরা এগিয়ে আসেন নি। দেশের রাজধানী দিল্লিতে করোনার সময়কালে লোকেরা দুঃখের সময়েও একে অপরকে সমর্থন করতে এগিয়ে আসছেন না। রাজধানীর জৈতপুর এলাকায়, একে বৃদ্ধ মহিলার মৃত্যুতে কোনো প্রতিবেশী সহায়তা করতে এগিয়ে আসেনি। কিন্তু এই পরিস্থিতিতে পুলিশ সব কর্তব্য সম্পাদন করে। ওই মৃত বৃদ্ধ মহিলার শেষকৃত্য সম্পাদন করে পুলিশ।

IMG 20200520 WA0003

মৃত্যুর ঘটনার পর এগিয়ে আসেনি প্রতিবেশীরা

৬২ বছর বয়সী স্ত্রী এবং ২৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী ছেলের সাথে থাকতেন জাসপাল। জাসপালের স্ত্রী সুধা কাশ্যপ নভেম্বরের পর থেকেই অসুস্থ ছিলেন, সোমবার সকালে তিনি মারা যান ।আর বৃদ্ধ জাসপালের আর কেউই ছিলেন না। মূলত পাঞ্জাবের এবং দিল্লিতে তাঁর কোনও আত্মীয় নেই।জাসপাল বলেছিলেন যে তিনি স্ত্রীর শেষ কৃত্য করার ব্যবস্থা করতে পারেননি কারণ কোনো কোনও প্রতিবেশীও সাহায্যের জন্য আসেন নি। এরপরে তিনি সাহায্য চাওয়ার জন্য জয়পুর থানার ৫ জন পুলিশ এর কাছে সাহায্য চান। আর তারপরে পুলিশের ওই বৃদ্ধ মহিলার শেষ কৃত্য সম্পাদন করতে এগিয়ে আসে। ৬৬ বছর বয়সী জাসপাল সিং এই গোটা ঘটনাটাই জানিয়েছিলেন।

সম্পর্কিত খবর