দুপুরে চুরি, রাতে Whatsapp মেসেজ “মজা পেলাম”! চোরের কীর্তিতে হতবাক দুঁদে অফিসাররা

বাংলাহান্ট ডেস্ক : ‘চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা’…চোর দুপুরবেলায় বাড়ি ফাঁকা পেয়ে গয়নাগাটি চুরি করে নিয়ে উধাও। এবার এমনটা আপনার মনে হতেই পারে, এতো খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু না, আসল ঘটনা অন্য কিছু। চুরি (Stole) করেই থেমে থাকেনি চোর। এরপর হোয়াটসঅ্যাপ (whatsapp) বার্তায় রাতে ব্যবসায়ীকে (Businessman) হুমকি দিল সে। এর সাথে চ্যালেঞ্জ ছুড়ে চোর বলল, “তুই পারবি না আমার নম্বর ট্র্যাক করতে।”

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের (Asansol) সূর্যনগর সাক্ষী থাকল এমনই একটি অভূতপূর্ব ঘটনার। এই বিষয়ে হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় গত শনিবার। অভিযোগ পাওয়ার পর বিস্মিত পুলিশকর্মীরাও। তারা মনে করতে পারছেন না অতীতে এইরকম কোন ঘটনার নজির রয়েছে কিনা। হিরাপুরের এসিপি প্রতিক রায় বলেছেন, “তদন্ত শুরু করেছে পুলিশ। শীঘ্রই ধরা হবে চোরকে। অনেকটাই এগিয়েছে তদন্ত।”

সূত্রের খবর, সূর্য নগরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী রাজেশ গুপ্তের বাড়ি থেকে গত শুক্রবার চুরি হয় নগদ কয়েক হাজার টাকা সহ ছয় লক্ষ টাকার গয়না। সেই দিন রাজেশ এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন সপরিবারে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুপুর দুটো নাগাদ বাড়ির পিছনের দরজা দিয়ে প্রবেশ করে চোর। এরপর রাজেশের দাবি, রাতে তার হোয়াটসঅ্যাপে পাঁচটি মেসেজ ঢোকে।

দেখা যায় সেই মেসেজ লেখা, “চুটিটা করে আসল মজা। ভালো টাকা পেয়েছি। ৬ লাখ টাকা। তুই পারবি না আমার নম্বর ট্র্যাক করতে। আমি খুব চালু। তোর অটোবায়োগ্রাফি আমি পুরোটাই জানি। সবার উপর নজর থাকে ডেভিলের।” রাজেশ আরও দাবি করেছেন, চোর তিন-চার দিন ধরে হোয়াটসঅ্যাপ বার্তায় এই ধরনের মেসেজ করেছে।

toilet stolen

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যবসায়ীর পরিবারের পরিচিত কেউ এই কাণ্ড ঘটিয়েছেন! এদিকে, কোনও বিশেষ অ্যাপ ব্যবহারের বিষয়টি আন্দাজ করেই আসানসোলের সাইবার আধিকারিক ও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকেও চিঠি দিয়েছেন তদন্তকারীরা। এক তদন্তকারীর কথায়, ‘‘এই চোরকে ধরার জন্য তদন্তকারীরাও ভীষণ ভাবে উদগ্রীব। কারণ, শুধু বাড়ির মালিক নয়, খোদ পুলিশকেই চ্যালেঞ্জ ছুড়েছে চোর।’’


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর