জুতো পরে গান্ধীঘাটের অনুষ্ঠানে রাজ্যপাল, সেচমন্ত্রী! খরব প্রকাশ্যে আসতেই বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ গান্ধীজির (Mahatma Gandhi) অনুষ্ঠানে গিয়ে বিতর্কে নাম জড়ালো বাংলার নতুন রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোসের (C V Anand Bose)। এ বছর মহাত্মা গান্ধীর ৭৬ তম মৃত্যু দিবস। সেই উপলক্ষে বারাকপুরের (Barrackpore) গান্ধীঘাট চত্বরে এক অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল। গান্ধীজির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সকলে। তবে সেখানেই ঘটল বিপত্তি। জুতো (Shoe) পরেই গান্ধীঘাটের মঞ্চে উঠে পড়লেন রাজ্যপাল।

চিরাচরিত প্রথা অনুযায়ী গান্ধীঘাটে জাতির জনক গান্ধীজির স্মৃতিসৌধেই শ্রদ্ধা জানান রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল। সেই প্রথা মেনেই এবারেও সেখানের অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ।

সেখানে স্মৃতিসৌধ লাগোয়া একটি সিমেন্টের চত্বরে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। সংকীর্তন দেখার জন্য দর্শকের আসনে বসেন রাজ্যপাল। সেখানেই দেখা গেল গান্ধীঘাট চত্বরের সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে জুতো পরেই বসেছেন রাজ্যপাল। পাশাপাশি জুতো ছিল তাঁর স্ত্রী এবং সেচমন্ত্রী পার্থ ভৌমিকেরও। সেই পবিত্র স্থানে জুতো পরে বসতেই শুরু হয়েছে জোর বিতর্ক।

cv bose

প্রসঙ্গত, যেখানে গান্ধীঘাট চত্বরে খালি পায়ে ঘোরার কথা ফলকে লেখা রয়েছে সেখানে নিয়ম ভেঙে রাজ্যপাল সহ রাজ্যের সেচমন্ত্রীর জুতো পরে সেখানে যাওয়ায় ক্ষুব্ধ এলাকার লোকজন। তবে শ্রদ্ধা জানানোর সময় রাজ্যপাল জুতো খুলেই গান্ধীর স্মৃতিসৌধে মাল্যদান করেন। এই প্রসঙ্গে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক জানান, ”আমি প্রথম এসেছি এখানে। বুঝতে পারিনি। রাজ্যপাল পায়ে জুতো পরে উঠে গিয়েছিলেন। আমি তাঁকে ফলো করেছি।”

 

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর