‘তৃণমূলকে জেতাতে ভুয়ো ব্যালট পেপার ছাপাচ্ছে পুলিস!”, সৌমিত্রর মন্তব্যে শোরগোল

বাংলা হান্ট ডেস্ক : ফের সংবাদ শিরোনামে সৌমিত্র খাঁ (Soumitra Khan)। এবার পঞ্চায়েত ভোটে ভুয়ো ব্যালট ছাপানো নিয়ে সরব হলেন বিষ্ণুপুরের (Bishnupur) সাংসদ। তাঁর অভিযোগ দেদার ছাপানো হচ্ছে ভুয়ো ব্যালট। তা সবই আগামী পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) ব্যবহৃত হবে বলেও দাবি তাঁর।

বিজেপি সাংসদ সৌমত্র খাঁ এদিন সংবাদমাধ্যমকে জানান, ‘আমি যে আশংকাটা করেছিলাম সেটাই হচ্ছে। পুরুলিয়াতে যে ঘটনা ঘটেছে, থানার আধিকারিকরা গিয়ে ডুপ্লিকেট ব্যালট ছাপানোর চেষ্টা করেছিল। বাঁকুড়াতেও জেলার পদস্থ আধিকাররা বিডিও-র থেকে চাবি নিয়ে ফলস ব্যালট ছাপান।’ এরপরই তিনি উদ্বেগ প্রকাশ করেন।

অন্যদিকে, পঞ্চায়েত ভোটের আগেই তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন। আদালতে তাঁর আবেদনে সৌমিত্র জানিয়েছেন, সোনামুখী থানার আইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।

soumitra 2

আদালতে সৌমিত্র জানিয়েছেন, সোনামুখী থানার আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়। সেই মামলার সূত্র ধরেই পঞ্চায়েত ভোটের আবহে যে কোনও দিন তাঁকে গ্রেফতার করা হতে পারে। তাই আগেভাগেই রক্ষাকবচের আবেদন জানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ।

বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের আবেদন জানান সৌমিত্র। বিচারপতি তাঁকে অনুমতি দিয়েছেন। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন সৌমিত্র। তার পর ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দেন। সে বছর বিষ্ণুপুর থেকে জেতেন বিজেপির টিকিটে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তাঁর নামে একটি মামলা ছিল। যার প্রেক্ষিতে আদালতের নির্দেশে বাঁকুড়া জেলাতেই ঢুকতে পারেননি সৌমিত্র। নিজের লোকসভা এলাকায় প্রচারও করতে পারেননি। সেই সময় তাঁর হয়ে প্রচার করতে দেখা গিয়েছিল স্ত্রী সুজাতাকে। এ বছর পঞ্চায়েত ভোটের আগেও সৌমিত্রের বিরুদ্ধে অনেক মামলা। তাই গ্রেফতারি এড়াতে আগেভাগে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংসদ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর