রেললাইনের উপর রাখা তাজা বোমা! উপর দিয়ে চলে গেল ট্রেন, আতঙ্ক কাঁকিনাড়ায়

বাংলা হান্ট ডেস্ক : সাতসকালে অফিস টাইমে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীরা যখন নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য হুটোপুটি করছে ঠিক তখনই জানা গেল, রেল লাইনে রাখা আছে বোমা (Bomb)। খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে কাঁকিনাড়া রেল স্টেশনের (Kakinada Rail Station) দু’ নম্বর রেল লাইনের উপর। যদিও একটি বড় দুর্ঘটনা হতে হতে বেঁচে যায়। কারণ বোমা উদ্ধার হওয়ার আগে তার উপর দিয়ে চলে গেছে একটি ট্রেন। তবে ঈশ্বরের কৃপায় বোমাটি ফাটেনি তখন। নাহলে ঘটতে পারত বড় কোনও দুর্ঘটনা।

সূত্রের খবর, শনিবারের ব্যস্ত সকালে সবাই যখন অফিস যাওয়ার জন্য ব্যস্ত তখনই খবর মেলে রেল লাইনে রাখা আছে একটা বোমা (Bomb Scare In Kakinada)। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং জিআরপির দল। তড়িঘড়ি বোম স্কোয়াডকেও ডাকা হয়ে সেখানে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয় সেই বোমা।

আরও পড়ুন : LAC-তে চরম পদক্ষেপ ভারতের! আতঙ্কে শান্তির দোহাই দিচ্ছে চিন 

এমনিতে অফিস টাইমে এই এলাকায় ঘন ঘন ট্রেন চলাচল করে। তবে বোমার খবর ছড়াতেই বেশ কিছুক্ষনের জন্য বন্ধ করে দেওয়া হয় রেল পরিষেবা। এরপর যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সমস্ত ট্রেন চার নম্বর লাইন দিকে ঘুরিয়ে দেওয়া হয়। যদিও এতেই থামছেনা জল্পনা।

আরও পড়ুন : ‘দেশের টাকা দেশেই খরচ করুন’, নজরে ‘ওয়েড ইন ইন্ডিয়া’! কাশ্মীরের স্বার্থে বিরাট পরিকল্পনা মোদীর

1618082525 peto

রেল পুলিশের কড়া নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে কেউ বোমা ফেলে যায় তা নিয়ে উঠছে প্রশ্ন। এই বোমা যে ইচ্ছে করেই ট্র্যাকে রাখা হয়েছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই। ভোটের মুখে রাজ্যের পরিস্থিতি বিশৃঙ্খল করে তুলতেই এই বোমা ফেলা হয়েছে বলে মনে করছে তদন্তকারী কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে পুলিশকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে আম জনতা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর