ফের মা হচ্ছেন শুভশ্রী? ইয়ালিনী ৩ মাসে পড়তেই চমকে দেওয়া পোস্ট অভিনেত্রীর! যা বললেন…

বাংলাহান্ট ডেস্ক : অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী গত নভেম্বর মাসে জন্ম দিয়েছেন দ্বিতীয় সন্তানের। দ্বিতীয় সন্তান ইয়ালিনির জন্মের তিন মাস পর একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী হাত দিয়ে রয়েছেন তাঁর বেবি বাম্পে। একটি সোফায় বসে শুভশ্রী বলছেন,  ‘খুব জলদি আমার সন্তানকে হাতে পাব। আরও একবার মা হতে চলা আমার জন্য সৌভাগ্যের…’!

এই ভিডিও দেখার পর তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন রাজ পত্নী? তবে এখানে বলে রাখা ভালো বিষয়টি সেটা নয়। অভিনেত্রী বাচ্চার স্টেম সেল সংরক্ষণের বার্তা দিতে চেয়েছেন এই ভিডিওর মাধ্যমে। দ্বিতীয় সন্তান ইয়ালিনি যখন পেটে ছিল, তখন এই ভিডিওটি তৈরি করা হয়েছিল। তবে আসল ব্যাপারটা অনেকেই ধরতে পারেননি।

আরোও পড়ুন : মিলেছে RBI’র ছাড়পত্র, আর কয়েকদিন! সংযুক্ত হচ্ছে জনপ্রিয় এই দুই ব্যাঙ্ক, কী প্রভাব পড়বে?

এই ভিডিও দেখার পর অনেকেই তাই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। অনেকে প্রশ্ন করেছেন, ‘আবার!’ টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এই মুহূর্তে দুই সন্তানের মা। ইয়ালিনি আর ইউভানের দেখাশোনা নিজের হাতে করেন তিনি। একবার শুভশ্রী জানিয়েছিলেন, তিনি যখন বাড়িতে থাকেন ছেলের সব কাজ নিজেই করেন।

আরোও পড়ুন : এবার ভারতীয় নোট চলবে ইন্দোনেশিয়াতেও! নয়া চুক্তি রিজার্ভ ব্যাংকের

খেলা করেন ছেলের সাথে। তখন অবশ্য দ্বিতীয় সন্তান জন্ম নেয়নি। দ্বিতীয় সন্তানের বয়স যখন ২ মাস, তখন শুভশ্রী বাবলি ছবির শুট করেন। দ্বিতীয় সন্তানের জন্মের পর এই ছবি দিয়ে কামব্যাক করছেন অভিনেত্রী। স্বামী রাজ চক্রবর্তী এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন। জানা যাচ্ছে এই ছবির শুটিংয়ের কাজ শেষ হয়ে গেছে ইতিমধ্যেই। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

চলচ্চিত্র জগতে প্রবেশের পর শুভশ্রী গাঙ্গুলীর সাথে দেবের প্রেম কাহিনী বেশ চর্চিত হয়ে ওঠে। যদিও দেব-শুভশ্রীর প্রেম কাহিনী বেশি দূর অগ্রসর হতে পারেনি। পরবর্তীকালে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে প্রণয়ের সম্পর্ক সামনে আসে। ২০১৮ সালে বিয়ে করেন রাজ ও শুভশ্রী। বর্তমানে এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানকে নিয়ে বেশ সুখে ঘর সংসার করছেন রাজ ও শুভশ্রী।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর