বাংলাহান্ট ডেস্ক : রবিবার রাজ্যে পুলিশ নিয়োগের পরীক্ষায় (Police Recruitment Exam) পরপর জালিয়াতির অভিযোগ উঠে চলেছে। এবার পরীক্ষায় সেই জালিয়াতি চক্রের হদিশ পাওয়া গেল ঝাড়খণ্ডের ধানবাদে। সেখানে এক হোটেলের মালিক সহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। অভিযোগ উঠেছে, ঝাড়খণ্ডে বসে প্রশ্নপত্র এবং উত্তর সাজিয়ে পরীক্ষায় কারচুপি করার চেষ্টা করছিল অভিযুক্তরা।
রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষায় (Police Recruitment Exam) জালিয়াতির অভিযোগ
গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ অভিযান চালায় ঝাড়খণ্ডে। জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের ঝরিয়ার একটি লজে হানা দিয়ে প্রচুর পরিমাণে অ্যাডমিট কার্ড, রেজিস্টার, প্রশ্ন উত্তরের নোট, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, পরিচয়পত্র, এডুকেশন সার্টিফিকেট থেকে ব্যাঙ্কের নথির মতো বহু কাগজপত্র উদ্ধার হয়েছে সেখান থেকে।

ধৃত হয়েছে ১৭ জনের: পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে পরীক্ষার্থীদের নিয়ে এসে হোটেলে রেখেছিল। ঝাড়খণ্ডের ওই লজে পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই রয়েছেন নদিয়া, বীরভূম, চাকদহ, রানাঘাট, হাঁসখালির বাসিন্দা। পরীক্ষার আগেই উত্তরপত্র তৈরি করানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ধৃত মোট ১৭ জনের মধ্যে ১৬ জনই পশ্চিমবঙ্গের। আরেকজন ঝাড়খণ্ডের ধানবাদের বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : নতুন ‘অপর্ণা’র এন্ট্রি হতেই নয়া বিতর্ক, সিরিয়াল ছাড়ার ঘোষণা জিতুর
যোগাযোগ করা হয়েছে রাজ্য পুলিশের সঙ্গে: পুলিশ সূত্রে জানা গিয়েছে, লজের রেজিস্টার খতিয়ে দেখে জানা যায়, ১০০-র বেশি পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করে রাখা হয়েছিল সেখানে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত লজের মালিককেও। এ বিষয়ে ধানবাদ পুলিশের (Police Recruitment Exam) তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন এবং তাঁরা এসে জিজ্ঞাসাবাদ করবেন ধৃতদের। জালিয়াতি চক্রের সদস্য, কতদিন ধরে বিষয়টি চলছে সবদিক খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
আরও পড়ুন : তিন বছর পর সাতটার স্লট দখল, ‘জগদ্ধাত্রী’র নায়িকা পা রাখছেন নতুন মেগায়!
ধানবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে ঝরিয়াতে একটি লজে থাকছিলেন অভিযুক্তরা। প্রায় ২৭২ জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড, ৬৭ টি মোবাইল ফোন সহ বেশ কিছু রেজিস্টার বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরীক্ষার্থী পিছু ২-৫ লক্ষ টাকার চুক্তি করা হয়েছিল বলে খবর। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশের একটি টিম ধানবাদে পৌঁছেছে। রাজ্য পুলিশ কনস্টেবলের পরীক্ষা ভুয়ো ছিল নাকি আসল প্রশ্নপত্র আনা হয়েছিল তা খতিয়ে দেখা হবে।












