নন্দকুমারে দিলীপ ঘোষের গাড়ি আটকে দিল পুলিশ, আক্রোশ প্রকাশ বিজেপি কর্মীদের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার পর এবার পূর্ব মেদিনীপুর ৷ BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আটকানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ নন্দকুমারের শ্রীকৃষ্ণপুরে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে দিলীপ ঘোষের গাড়ি আটকানো হয় ৷ পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় স্থানীয় BJP নেতা-কর্মীদের ৷

উল্লেখ্য, আমফান বিধ্বস্ত বারুইপুর পরিদর্শনে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকে তাঁর ক্যানিং ও বাসন্তী এলাকাও পরিদর্শনের কথা ছিল। তাঁর কনভয় এদিন বারুইপুর যাওয়ার জন্য পাটুলির কাছে ঢালাই ব্রিজ পার করার সময় দিলীপবাবুর পথ আটকায় পুলিশ। পুলিশ জানিয়ে দেয় লকডাউনের কারণে দিলীপ ঘোষকে আগে যেতে দেওয়া সম্ভব নয়। সেইরকম অনুমতি নেই। কিছুটা সময় পুলিশের সঙ্গে কথাবার্তা চলার পর দিলীপবাবুর কনভয় মুখ ঘুরিয়ে ফেরত যাওয়ার উপক্রম করছিল।

ঠিক সেই সময় আবার বেশ কিছু বিজেপি সমর্থক সেখানে জড়ো হন। উল্টোদিকে জড়ো হন তৃণমূল সমর্থকেরা। প্রথমে মুখেই চলছিল তোপ দাগা। তারপর একসময় ২ পক্ষে হাতাহাতি শুরু হয়ে যায়। পরে পুলিশের তৎপরতায় বিষয়টিকে সামাল দেওয়া সম্ভব হয়। দিলীপবাবুও ফিরে যান। তবে তাঁকে আটকানো নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন দিলীপ ঘোষ। একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

সম্পর্কিত খবর

X