বাংলা হান্ট ডেস্কঃ কাঁথি, তমলুক থেকে শুরু করে মেদিনীপুর, শনিবার ষষ্ট দফার বাংলার একাধিক হাইভোল্টেজ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই নানান বুথে ছুটে বেরাচ্ছেন প্রার্থীরা। এসবের মাঝেই মেদিনীপুরের পদ্ম প্রার্থী অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) এলাকায় না ঢুকতে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
জানা যাচ্ছে, BJP প্রার্থীর গাড়িতে কমিশনের সার্টিফিকেট লাগানো নেই দেখে তাঁকে আটকানো হয়। তাতেই ফুঁসে ওঠেন অগ্নিমিত্রা। গাড়ি থেকে নেমে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনি। অগ্নিমিত্রার (Agnimitra Paul) দাবি, তিনি প্রার্থী এই পরিচয়টাই যথেষ্ট। এদিকে অগ্নিমিত্রা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করলে পাল্টা গর্জে ওঠেন গ্রামবাসীরা।
বিজেপি প্রার্থীর কথায়, এখন আর গাড়িতে কমিশনের সার্টিফিকেট লাগাতে হয় না। সবকিছুই এখন ডিজিটাল হয়ে গিয়েছে। বিনা কারণে তাঁকে আটকানো হচ্ছে বলে দাবি করেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ, তৃণমূল যাতে দেদার ছাপ্পা ভোট দিতে পারে সেই জন্যই তাঁকে আটকে দেওয়া হচ্ছে। বুথের ভেতর কী হচ্ছে সেই সত্যিটা সামনে চলে আসবে বলেই তাঁকে আটকানো হচ্ছে বলে দাবি করেন বিজেপি নেত্রী। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
অন্যদিকে আবার অগ্নিমিত্রা রাস্তায় বসে প্রতিবাদ দেখাতে শুরু করলে পাল্টা বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে গো ব্যাক, জয় বাংলা স্লোগান দেওয়া শুরু হয়। গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি নেত্রীর কারণে তাঁরা ভোট দিতে যেতে পারছেন না। সব মিলিয়ে, এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
উল্লেখ্য, মেদিনীপুর কেন্দ্রকে অনেকে দিলীপ ঘোষের ‘গড়’ হিসেবে অভিহিত করে থাকেন। এই কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন তিনি। যদিও এবার দিলীপকে এই আসন থেকে দাঁড় করায়নি গেরুয়া শিবির। বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়েছে তাঁকে। ‘দিলীপ গড়ে’ দাপুটে নেত্রী অগ্নিমিত্রার ওপর আস্থা রেখেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে অভিনেত্রী-বিধায়ক জুন মালিয়াকে।