পুলিশ বনাম ভারতী,উত্তেজনা মেদিনীপুর

সঞ্জয় কাপুর ঃ বিজেপি নেত্রী ভারতী ঘোষকে হেঁড়িয়া তে বাধা , ধুন্ধুমার গোটা এলাকা বুধবার সকালে ধুন্ধুমার কান্ড বাঁধে হেড়িয়া বাজারে। আটকে দেওয়া হয় বিজেপি নেত্রী ভারতী ঘোষের গাড়ি । এই ঘটনার পরেই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। ভারতী ঘোষের গাড়ি থামিয়ে তাঁর গায়ে হাত দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে কাঁথি বিজেপি জেলার সভাপতি তপন মাইতিকেও পুলিশ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।এই নিয়ে বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে গন্ডোগল শুরু হয় । এই ঘটনার পরেই ক্ষুব্ধ ভারতী ঘোষ সহ বিজেপি নেতারা হেঁড়িয়া রাস্তায় বসে পড়েন ও বিক্ষোভ দেখান ।

এরফলে দীঘা নন্দকুমার জাতীয় সড়কে যানচলাচল ব্যহত হয় । এই পরিস্থিতি আনতে কাঁথি মহকুমা শাসকের নেতৃত্বে কয়েকশ পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ও অবরোধ তোলে।3e3e0 screenshot 2019 0626 151022

বিজেপি নেত্রী ভারতী ঘোষের দাবী, আমাকে খেজুরীতে ঢুকতে দেওয়া হয়নি , আমার গাড়ি আটকানো হয়েছে । খেজুরিতে কোনো উত্তেজনা পরিস্থিতি নেই । যদি থাকত তাহলে আগে থেকে সেখানে ১৪৪ জারি হত। কিন্তু তেমন কোনও ঘটনা ঘটেনি এখনও । দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে এসে ছিলাম কিন্তু পুলিশ দিয়ে বাধা দেওয়া হচ্ছে আমাকে ।


সম্পর্কিত খবর