নিজস্ব প্রতিনিধি,নানুর,বীরভূমঃ তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জেরে ফের উত্তপ্ত বীরভূমের বড়া সাঁওতা গ্রাম পঞ্চায়েতের ডোংরা গ্রাম। রাতভর চলে বোমাবাজি। চলে বাড়ি ভাঙচুর,লুটপাট। এমনকি ধারালো অস্ত্রের কোপে আহত হয় উভয়পক্ষের ৮ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে যে,নানুর থানার বড়া সাঁওতা গ্রাম পঞ্চায়েতের ডোংরা গ্রামের মধ্যে রয়েছে একটি জলের পাম্প। সেখান থেকে জল নেওয়াকে কেন্দ্র করেই তৃণমূলের দুই গোষ্ঠী বিকাশ পাল ও পৃতেশ মন্ডলের অনুগামীদের মধ্যে রাতভর চলে বোমাবাজি। চলে বাড়ি ভাঙচুর, বাড়ি লুটপাট। এই ঘটনায় উভয় পক্ষের আটজন আহত হয়েছে ধারালো অস্ত্রের কোপে। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনাটির খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। যদিও এই ঘটনায় জেরে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন আছে। চলছে পুলিশী টহলদারি।
এই ঘটনাটি তৃণমূলের জেলা নেতৃত্ব অস্বীকার করে জানান, এই ঘটনার সাথে তৃনমূলের কোনো সম্পর্ক নেই। এটা পুরোটাই গ্রাম্য বিবাদ।
এই বিষয়ে বিজেপির জেলা সহসভাপতি দিলীপ ঘোষ জানান,”কালকের যে ঘটনাটি ঘটেছে সেটা লজ্জাজনক ব্যাপার। মারাত্মক ঘটনা। যেখানে কলের জল নেওয়া নিয়ে বচসা। বচসার জেরে মারামারি,হাতাহাতি। হাতাহাতির জেরে বোমাবাজি। তারপর আমাদের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে খুন করার উদ্দেশ্যে। এটাই তৃনমূলের পরিচয়। কালকে কেষ্ট মোড়ল বলেছে কেউ কাটমানি নেবেন না। সবাই বাড়ি যেন পাই তার জন্য ডিএম-কে চিঠিও লিখেছে। আবার তার লোকেরাই গ্রামে,গ্রামে সন্ত্রাস সৃষ্টি করে বেড়াচ্ছে। খুন করে বেড়াচ্ছে। তৃনমূলের নিয়ন্ত্রণ কোনোদিনই ছিল না। চোর,ডাকাতের দল। কে,কাকে নিয়ন্ত্রণ করবে। জনগণই এর যোগ্য জবাব দেবে ঠিক সময়ে।”