বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেস (Congress) থেকে ইস্তফা দেওয়ার পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) আজ সন্ধে ছয়টা নাগাদ বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সাথে (Narendra Modi) দেখা করতে যান কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আর তখন থেকেই ওনার বিজেপির যোগের সম্ভাবনা বেড়ে যায়।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি অমিত শাহ এর সাথে একই গাড়িতে প্রধানমন্ত্রীর আবাসে যান। আর এরপরই তিনি কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধীর কাছে ইস্তফা পাঠিয়ে দেন। ওই ইস্তফা পত্রের আজকের তারিখ লেখা ছিল। এই ইস্তফার চিঠি সামনে আসার পর কংগ্রেস সভাপতি মিডিয়ায় সামনে এসে বলেন, জ্যোতিরাদিত্য পার্টি বিরোধী গতিবিধিতে যুক্ত আছেন। আর এই কারণে ওনাকে কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে।
আরেকদিকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ইস্তফা দেওয়ার পর সমাজবাদী পার্টির (SP) বিধায়ক রাজেশ শুক্লা আর বহুজন সমাজ পার্টির (BSP) বিধায়ক সঞ্জীব কুশওয়াহ মধ্যেপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির দিগগজ নেতা শিবরাজ সিং চৌহানের সাথে দেখা করতে যান।