বাংলা হান্ট ডেস্কঃ আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সমীক্ষা বা Special Intensive Revision, অর্থাৎ (SIR)-এর কাজ। ওইদিন থেকেই বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ করবেন। নিয়ম অনুযায়ী, এই কাজের সময় BLO-দের সঙ্গে থাকতে পারেন রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টরা (BLA 2)। কিন্তু নির্বাচনী সূত্রে জানা যাচ্ছে, এই এজেন্ট নিয়োগের ক্ষেত্রে রাজ্যের অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যেই অনীহা দেখা গিয়েছে।
কোন দল কতজন বুথ লেভেল এজেন্টের নাম জমা দিল ?
নির্বাচন কমিশন সূত্রে খবর, গত ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যের কোনও রাজনৈতিক দলই মোট বুথের ১০ শতাংশের বেশি বুথ লেভেল এজেন্টের নাম জমা দিতে পারেনি।
তালিকার শীর্ষে রয়েছে বিজেপি। তারা এখনও পর্যন্ত ৭,৯১২ জন বুথ লেভেল এজেন্টের নাম কমিশনে জমা দিয়েছে।দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম, তাদের সংখ্যা ৬,১৭৫ জন।
এই দুই দলের পরেই রয়েছে তৃণমূল কংগ্রেস, যারা মাত্র ২,৩৪৯ জন বুথ লেভেল এজেন্টের নাম নথিভুক্ত করিয়েছে। অন্যদিকে, কংগ্রেস জমা দিয়েছে ১,২৫৫ জন, এবং ফরওয়ার্ড ব্লক দিয়েছে ৬৪৯ জন বুথ লেভেল এজেন্টের নাম।
সবচেয়ে উদ্বেগের বিষয় হল রাজ্যের তিনটি স্বীকৃত রাজনৈতিক দল এখনও পর্যন্ত একজন বুথ লেভেল এজেন্টের নামও দেয়নি। ৪ নভেম্বর থেকে যখন বিএলও-রা গণনা ফর্ম নিয়ে প্রত্যেক বাড়িতে যাবেন, তখন এত বড় অংশের রাজনৈতিক প্রতিনিধি অনুপস্থিত থাকলে সেই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে আশঙ্কা কমিশনের।
নিয়ম অনুযায়ী, বিএলও-দের সঙ্গে বুথ লেভেল এজেন্ট থাকা বাধ্যতামূলক নয়। তবুও ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজ নিয়ে যাতে কোনও পক্ষ পক্ষপাতের অভিযোগ না ওঠে, সেই কারণেই কমিশন রাজনৈতিক দলগুলিকে বুথ লেভেল এজেন্ট পাঠানোর পরামর্শ দিয়েছিল। কিন্তু দলগুলির এমন অনীহা বিশেষ নিবিড় সমীক্ষার আগে কমিশনের মাথাব্যথা বাড়াচ্ছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।