মুখ্যমন্ত্রী কথা কর্নপাত না করে,রামপুরহাট ৫ নং ওয়ার্ডে পুকুর ভরাট করা হল

সৌগত মন্ডল ,রামপুরহাট-বীরভূম – রামপুরহাট শহর এর প্রাণকেন্দ্র রামপুরহাট ৫ নং ওয়ার্ড (হাটতলা), সেই হাটতলা পাড়ার বড় সব্জি বাজার এর নিকটে একটি বড়ো পুকুর ছিল, সেই পুকুর টিকে বুজিয়ে দেওয়া হল, সেই পুকুরটি হরদের পুকুর নামে পরিচিতসছিল।সেই পুকুর বুজিয়ে ফ্ল্যাট নির্মান করার পরিকল্পনা চলছে ।

১৯শে আগস্ট টিনের ব্যারিকেট দিয়ে কাজের সূচনা করা হল । স্থানীয় দের দাবি ,”আমাদের হাটতলা পাড়ার সব্জি বাজারের নিকটে ওই ১টি মাত্র পুকুর ছিল সেই পুকুর বুজিয়ে দেওয়ার কারণে হাটতলায় আগুন লাগলে আগুন নিয়ন্ত্রণ করার কোন উপায় থাকবে না,

80b9c38e 3cb6 4cd7 a438 fbd437fa1803সেই কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি গ্রিনসিটি প্রকল্পের মাধ্যমে এই পুকুর পুনরায় খনন করা হোক এবং তাদের দাবি যত তাড়াতাড়ি পুকুর খনন করে বাস্তবায়িত করে সৌন্দর্য এর রূপ দেওয়া হোক।

Udayan Biswas

সম্পর্কিত খবর