বাংলা হান্ট ডেস্কঃ করোনার সঙ্কট আর লকডাউনের মধ্যে আজ আমরা আপানদের সামনে এমন এক খবর পেশ করছি যেটা দেখে আপনার মুখে হাসি ফুটিয়ে তুলবে। এই খবর পড়ে আপনি শুধু শান্তিই পাবেন না, এই খবর পড়ে আপনি গর্বও করবেন। করোনার মহামারীর মধ্যে এই খবর এক অন্যন্য নজির গড়েছে।
প্রসঙ্গত, তামিলনাড়ুর মাদুরাই জেলায় ভিক্ষা করা পুলপান্ডিয়ান (poolpandiyan) নামের এক হিন্দু সন্ন্যাসী ভিক্ষুক করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১০ হাজার টাকা দান করলেন।
পুলপান্ডিয়ান সোমবার জেলা কালেক্টর টিজি বিনয়ের হাতে রাজ্যের করোনা ত্রাণ ফান্ডে দেওয়ার জন্য ১০ হাজার টাকা তুলে দেন। উনি বলেন, ‘আমি এই টাকা শিক্ষা খাতে দিতাম, কিন্তু এবার আমি এই টাকা ত্রাণ কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করলাম। কারণ আজকের দিনে আমাদের কাছে সবথেকে বড় সমস্যা হল করোনাভাইরাসের এই মহামারী।”
আপনাদের জানিয়ে দিই, ভারতে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে ৯৬ হাজার ১৬৯ হয়ে গেছে। এই মহামারীতে এখনো পর্যন্ত দেশে ৩ হাজার ২৯ জনের প্রাণ গছে। যদিও এই মহামারীকে হারিয়ে এখনো পর্যন্ত গোটা দেশে ৩৮ হাজার ৮২৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।