বত্রিশেই সব শেষ! প্রয়াত বিতর্কিত মডেল পুনম পাণ্ডে, ঠিক কী হয়েছিল অভিনেত্রীর ?

বাংলাহান্ট ডেস্ক : মৃত্যু হয়েছে নীল ছবির বিখ্যাত নায়িকা পুনম পান্ডের! অভিনেত্রীর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এমনটাই জানানো হয়েছে। পুনম পাণ্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা হয়েছে, জরায়ু-মুখের ক্যানসারে অর্থাৎ সার্ভিকাল ক্যানসারে মারা গেছেন অভিনেত্রী পুনম পান্ডে। সমাজ মাধ্যমে এই খবর সামনে আসার পর চারদিকে হইচই পড়ে গেছে।

যদিও এই খবরের সত্যতা কতটা তা নিয়ে অনেকের মনেই রয়েছে সংশয়। ২০১৩ সালে ‘নশা’ ছবির মাধ্যমে প্রথমবারের জন্য সামনে আসেন পুনম পান্ডে। মূল ধারার ছবির পাশাপাশি নীল ছবিতে অভিনয় করেছেন পুনম পান্ডে। যদিও বাণিজ্যিকভাবে সফলতা পায়নি তার মূল ধারার ছবি। কিছুদিন আগেই পুনম পান্ডেকে মুম্বাইয়ে পথশিশুদের সাথে দেখা গিয়েছিল। শুক্রবার সকালে অপ্রত্যাশিতভাবে অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর মৃত্যুর খবর শেয়ার করা হয়।

আরোও পড়ুন : ধামাকা অফার! এবার মাত্র ৫০ পয়সায় মিলবে ১ জিবি ডেটা, সোনায় সোহাগা জিও গ্রাহকদের

সেখানে লেখা হয় মাত্র ৩২ বছর বয়সে জরায়ু মুখের ক্যানসারে অর্থাৎ সার্ভিকাল ক্যানসারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন অভিনেত্রী। পুনম পান্ডে অভিনয় করেছেন ‘জিএসটি’, ‘দ্য জার্নি অফ কর্মা’র মতো কিছু হিন্দি ছবিতে। এছাড়াও তাঁকে দেখা গেছে  ‘লভ ইজ় পয়জ়ন’, ‘মালিনী অ্যান্ড কোং’-এর মতো দক্ষিণী ছবিতে। পাশাপাশি পুনম পান্ডে অংশগ্রহণ করেন ছোট পর্দায় ‘ফিয়ার ফ্যাক্টর’ ও ‘লকআপ’ রিয়্যালিটি শোয়ে।

screenshot 2024 02 02 12 32 34 94 1c337646f29875672b5a61192b9010f9

পুনম পান্ডের instagram অ্যাকাউন্টে শুক্রবার সকালে লেখা হয়, ‘এই সকালটা আমাদের কাছে খুবই কষ্টের। গভীর দুঃখের সঙ্গে সকলকে জানাচ্ছি, সার্ভিকাল ক্যানসারে আমাদের ভালবাসার পুনম মারা গিয়েছেন। যে যে মানুষ এতদিন পুনমের সঙ্গে দেখা করেছেন, পুনমের কাছে এসেছেন, তাদের প্রত্যেকেই পুনমের দয়ালু স্বভাব এবং উদার হৃদয়ের পরিচয় পেয়েছেন। ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি। এই দুরূহ শোকের সময়, আমরা পুনমের কথা ভেবে একটি গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছি, আমাদের স্মৃতিতে পুনম থেকে যাবেন যদিও।’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর