বাংলাহান্ট ডেস্ক : বেঁচে আছেন বিখ্যাত মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। এই কথা নিজেই জানালেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন তাঁর মৃত্যুর খবর সম্পূর্ণ ভুল। নিজের Instagram অ্যাকাউন্টে অভিনেত্রী নিজের বেঁচে থাকার কথা জানিয়েছেন। এর সাথে তিনি এও জানিয়েছেন কেন তিনি মৃত্যুর খবর গতকাল পোস্ট করেছিলেন। নিজের মৃত্যু নিয়ে কেন গুজব ছড়ালেন পুনম পান্ডে?
চলুন জেনে নেব সেই কথা। পুনম পান্ডে তাঁর নিজের Instagram অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে পুনম পান্ডেকে সশরীরে দেখা যাচ্ছে। মৃত্যুর খবর সম্পর্কিত পোষ্টের ব্যাপারে বলতে গিয়ে পুনম এই ভিডিওতে বলছেন, জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্যই এই কাজ তিনি করেছেন। পুনম বলেন, এখনো বেঁচে রয়েছি আমি, মরে যাইনি।
পুনমের সংযোজন, ‘এই রোগটা নিঃশব্দে বহু প্রাণ কাড়ছে। সার্ভিক্যাল ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত আমার মৃত্যুর ভুয়ো খবর যেটা করে দেখালো। যাঁরা আমাকে প্রশ্ন করতে চান, আমি উত্তর দেব হটারফ্লাই-তে লাইভে এসে’। আগামী ৪ঠা ফেব্রুয়ারি, বিশ্ব ক্যানসার দিবস। অনেকেই মনে করেছিলেন হয়ত গোটাটাই প্রচার কৌশল। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।
প্রসঙ্গত, গতকাল সকালে খবর আসে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেত্রী-মডেল পুনম পান্ডে (Poonam Pan। অভিনেত্রীর নিজের ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে এই খবর প্রকাশ করা হয়। শুক্রবার সকালে এই খবর শুনে অনেকে আঁতকে উঠেছিলেন। জোর চর্চা শুরু হয়ে যায় অনুরাগীদের মধ্যেও।
View this post on Instagram
অভিনেত্রী ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গতকাল লেখা হয়, ‘এই সকালটা আমাদের কাছে খুবই কষ্টের। গভীর দুঃখের সঙ্গে সকলকে জানাচ্ছি, সার্ভিকাল ক্যানসারে আমাদের ভালবাসার পুনম মারা গিয়েছেন। যে যে মানুষ এতদিন পুনমের সঙ্গে দেখা করেছেন, পুনমের কাছে এসেছেন, তাদের প্রত্যেকেই পুনমের দয়ালু স্বভাব এবং উদার হৃদয়ের পরিচয় পেয়েছেন। ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি। এই দুরূহ শোকের সময়, আমরা পুনমের কথা ভেবে একটি গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করছি, আমাদের স্মৃতিতে পুনম থেকে যাবেন যদিও।’