‘বয়ফ্রেন্ড কি কাপড়ও খেয়ে ফেলেছে?’, বয়ফ্রেন্ডের সঙ্গে ‘টপলেস’ ছবি শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পুনম পাণ্ডে

বাংলাহান্ট ডেস্ক: পুনম পাণ্ডেকে চেনেন না এমন মানুষ মনে হয় হাতে গোনা। সোশ্যাল মিডিয়া সেনসেশন বললেও কম বলা হবে তাঁকে। বোল্ড ভিডিও পোস্ট করে নেটিজেনদের রাতের ঘুম ওড়াতে তাঁর জুড়ি নেই একথা সকলেই একবাক্যে স্বীকার করবে। সেই কারনে তাঁর নামের সঙ্গে বিতর্ক একেবারে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। কোনও না কোনও কারনে নেটিজেনদের সমালোচনার শিকার হবেনই তিনি।

সম্প্রতি এই একই কারনে ফের সংবাদ শিরোনামে উঠে এসেছেন পুনম পাণ্ডে। এবার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। এই প্রথমবারই বয়ফ্রেন্ডকে সর্বসমক্ষে আনলেন পুনম। এর আগে আভাস দিলেও তাঁর মুখ কখনও দেখাননি মডেল। তবে সমালোচনা শুরু হয়েছে অন্য বিষয় নিয়ে। ছবিতে পুনমকে দেখা যাচ্ছে ‘টপলেস’ অবস্থায়। বুকের সামনে দুহাত দিয়ে বয়ফ্রন্ডকে পাশে নিয়ে একটি মিরর সেলফি তুলেছেন তিনি।

56997710 595542417627157 3606573601332188975 n

বলা বাহুল্য ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে। সেই সঙ্গে প্রচুর সমালোচনাও জুটেছে পুনমের কপালে। এমন অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় কেন শেয়ার করেছেন তিনি, উঠেছে সেই প্রশ্নও। ছবির ক্যাপশনে পুনম লিখেছেন, ‘আমি নিরামিষাশী। কিন্তু আমার বয়ফ্রেন্ড সবই খায়’। এই ক্যাপশনটি নিয়েও বিতর্ক শুরু হয়েছে। একজন মন্তব্য করেছেন, বয়ফ্রেন্ড কি আপনার কাপড়ও খেয়ে ফেলেছেন? আবার আরেকজন লিখেছেন, আপনার বয়ফ্রেন্ডকে দেখে আপনার কাকু মনে হচ্ছে। তবে প্রতিবারের মতো এবারেও কোনও মন্তব্য করেননি পুনম পাণ্ডে।

https://www.instagram.com/p/B92L-sLpJeC/?utm_source=ig_embed

তবে এবারই প্রথম বার নয়। এর আগেও মডেলের একটি ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। সেখানেও টপলেস অবস্থায় দেখা গিয়েছিল তাঁকে। পেছন থেকে কোনও পুরুষের হাত দিয়ে বক্ষযুগল ঢেকে রেখে ছবি শেয়ার করেছিলেন পুনম। তখনও অনেকেই অনুমান করেছিলেন ওই হাত সম্ভবত তাঁর বয়ফ্রেন্ডের।

https://www.instagram.com/p/B9ex25DpLMr/

https://www.instagram.com/p/B3FTEdJAVlq/?igshid=4cfzcq5za83g

https://www.instagram.com/p/B94gfxUJm2c/

এছাড়াও আরও একটি ছবি শেয়ার করেছেন পুনম। সেখানে দেখা গিয়েছে পুনম ও তাঁর বয়ফ্রেন্ড দুজনের মুখেই রুমাল বাঁধা। সেই অবস্থাতেই একে অপরকে চুম্বন করছেন তাঁরা। সম্ভবত করোনা ভাইরাসের কারনেই এমন ছবি পোস্ট করেছেন পুনম বলে মনে করছেন নেটিজেনরা। ওই ছবিতেও বহু কমেন্ট পড়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর