পপকর্ণ বিক্রেতা তৈরি করলেন প্লেন

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক:৩২ বছরের পপকর্ণ বিক্রেতা ফইয়াজ। দিনে পপকর্ন বিক্রি করেন এবং রাতে সিকিউরিটি গার্ডের কাজ করেন।ছোট থেকেই ইচ্ছে ছিল বড় হয়ে পাইলট হতে কিন্তু সে স্বপ্ন আর পূরণ হয়নি তার। ছোটবেলায় বাবা মারা যায়,আর্থিক অবস্থা খারাপ হওয়ায় স্কুল ছাড়তে বাধ্য হয়।কম টাকায় পরিশ্রম করে চলে সংসার টানার কাজ।বাড়িতে মা ও পাঁচ ভাই-বোন রয়েছে, ও পরিবারের একমাত্র রোজগেরে ফইয়াজ।

 

ফইয়াজ প্লেন তৈরির স্বপ্ন দেখতে শুরু করেছিল ন্যাশনাল জিওগ্রাফি কে এয়ার ক্র‍্যাশ ইনভেস্টিগেশন দেখে।ইউটিউব দিতে দেখছেন কিভাবে প্লেন তৈরি করে।নিজের স্বপ্ন বাস্তব করার জন্য বাড়ির জমির একটি অংশ বিক্রি করে ৫০,০০০ টাকা যোগার করেন।

এক বছর পরিশ্রম করে নিজেই তৈরি করে ফেললেন প্লেন।ফইয়াজের এই উড়ান মাটি থেকে দুই থেকে আড়াই ফুট ওপরে উঠতে পারে।উড়তে পারে প্রায় দুই থেকে তিন কিলোমিটার।

X