সুরাপ্রেমীদের জন্য বিরাট দুঃসংবাদ, ভারতে বন্ধ হতে বসেছে ১৭০ বছরের পুরনো ‘ওল্ড মঙ্ক’!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সুরাপ্রেমীদের (Alcohol) কাছে অন্যতম প্রিয় ব্র্যান্ড ‘ওল্ড মঙ্ক’। দেশীয় এই ব্র্যান্ডটি হিমাচলের সোলন জেলার মোহন মেকিন ব্রিউয়ারি কোম্পানির অন্তর্গত। কয়েক দশক ধরে সুরাপ্রেমীদের চাহিদা মিটিয়ে আসছে এই জনপ্রিয় ব্র্যান্ডটি। কিন্তু এবার এই সংস্থার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা। দেশে হয়তো চিরতরে বন্ধ হয়ে যেতে পারে এই জনপ্রিয় মদের (Alcohol) ব্র্যান্ড। কয়েক লক্ষ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে।

ওল্ড মঙ্ক (Alcohol) প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ

বছরে প্রায় কোটি টাকার লাভ করে থাকে ওল্ড মঙ্ক (Alcohol)। অথচ প্রায় দুই দশক ধরে লাগাতার ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সোলন পৌর কর্পোরেশনের ডিফল্টার তালিকায় নাম তোলা ওল্ড মঙ্ক (Alcohol) প্রস্তুতকারক সংস্থাকে এবার চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। নয়তো গ্রহণ করা হবে আইনি পদক্ষেপ।

Popular old monk alcohol business may stop in India

কত টাকার ট্যাক্স বকেয়া: সোলন পৌরসভার তরফে জানানো হয়েছে, সংস্থাটির ভবনের বিল্ট আপ এরিয়া অনুযায়ী ২০২২ এর অগাস্ট থেকে ২০২৫ এর জুলাই পর্যন্ত নয়া ট্যাক্স নির্ধারণের সমীক্ষা শুরু হয়েছে। রিপোর্ট বলছে, সেই ১৯৯৭ সাল থেকে এখনও পর্যন্ত কোনও ট্যাক্স দেয়নি ওই মদ (Alcohol) প্রস্তুতকারী সংস্থা। বকেয়া কর জমতে জমতে পৌঁছেছে ৫৭.৫০ লক্ষ টাকায়। সোলন পৌরসভার কমিশনার কড়া ভাষায় জানিয়েছেন, যদি বকেয়া কর আদায় না করা যায়, তবে সম্পত্তি সিল করে দেওয়া হবে সংস্থার।

আরও পড়ুন : TRP তালিকায় বড়সড় পরিবর্তন, পুজোর আগেই আসছে একগুচ্ছ নতুন সিরিয়াল! কোন চ্যানেলে?

পাঠানো হয়েছে চূড়ান্ত নোটিশ: এই মর্মে নোটিশ পাঠিয়ে মদ (Alcohol) প্রস্তুতকারী সংস্থাটিকে চূড়ান্ত নোটিশ পাঠানো হয়েছে। এর আগেও নাকি একবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো ইতিবাচক সাড়া মেলেনি। জানিয়ে রাখি, ভারতের সোলন জেলার কসৌলিতে অবস্থিত এই অ্যালকোহল (Alcohol) প্রস্তুতকারী সংস্থাটি দেশের প্রথম অ্যালকোহল ডিস্টিলারি। ইউরোপীয় স্টাইলের ব্রিউয়ারিটি তৈরি হয়েছিল ১৮৫৫ সালে ব্রিটিশ নাগরিক এডওয়ার্ড ডায়ারের হাত ধরে। ১৯৬৯ সালে নরেন্দ্র নাথ মোহন এটি কিনে নেন এবং ১৯৮০ সালে সংস্থাটির নাম বদলে করা হয় মোহন মেকিন লিমিটেড।

আরও পড়ুন : যে কোনও সময় ঘটতে পারে বিপত্তি, ভাঙা হচ্ছে কবি সুভাষ স্টেশন, গাফিলতির দায় নিয়ে মমতাকেই বিঁধল সিপিএম

ওল্ড মঙ্ক রাম ছাড়াও ‘Golden Eagle’ বিয়ার, ‘Old Monk Legend Rum’, ‘Solan Gold Indian Single Malt Whisky’, ‘Black Knight’ এবং ‘Old Monk Deluxe Rum’ এর মতো মদও প্রস্তুত করে থাকে এই সংস্থা।