মা হওয়ার সুখবর দিলেন পরীমণি, গোপন করলেন না সন্তানের পিতৃপরিচয়ও

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গোপন করলেন না সন্তানের পিতৃপরিচয়। মা হওয়ার খবরের সঙ্গে সঙ্গেই সন্তানের বাবার নাম জানিয়ে দিলেন পরীমণি (Pori Moni)। বিতর্ক ভুলে নতুন বছরের শুরুতেই ভক্তদের উদ্দেশ্যে এক সুখবর দিলেন এই বাংলাদেশী অভিনেত্রী।

কিছুদিন আগেই মাদকদ্রব্য মামলায় গ্রেফতারি থেকে শুরু করে তাঁর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলে আইনি নোটিস পাঠানো- সবকিছু নিয়ে সংবাদ শিরোনামে বেশকিছু দিন দেখা গিয়েছিল এই বাংলাদেশী অভিনেত্রীকে। নানা ঝড় ঝাপটা পেরিয়ে, আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে তাঁর জীবন।

এরই মধ্যে এক সুখবর দিলেন পরীমণি। তিনি জানালেন, মা হতে চলেছেন তিনি। সেইসঙ্গে জানিয়ে দিলেন তাঁর সন্তানের পিতৃপরিচয়ও। পরীমণি জানান, বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসকরা যখন তাঁকে প্রথমবার মা হওয়ার কথা জানালেন, সেই সময় খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলেন এই বাংলাদেশী অভিনেত্রী। তিনি জানান, ‘চিকিৎসকদের কথা শুনে মনে হচ্ছিল, আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী’।

জানা গিয়েছে, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে গত অক্টোবরেই গোপনে বিয়েটা সেরে নিয়েছিলেন পরীমণি। সন্তান সম্ভবা হওয়ার কথা শুনেই বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানানোর পাশাপাশি, নিজের ও রাজের একটি ছবিও ফেসবুকে পোস্ট করেন তিনি। সে ছবিতে দেখা যায় হাতে ফুল নিয়ে হুইলচেয়ারে খোশমেজাজে বসে রয়েছেন পরীমণি এবং চেয়ারটি ধরে রয়েছেন শরিফুল রাজ। সেইসঙ্গে ছবির ক্যাপশনে নিজের পাশাপাশি রাজকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর

X