বাংলাহান্ট ডেস্ক: দুঃসময়কে পেছনে ফেলে উজ্বল ভবিষ্যতের দিকে পা বাড়ালেন পরীমণি (porimoni)। মাত্র কয়েক মাস আগেই মাদক কাণ্ডে নাম জড়িয়ে জেলে কাটিয়ে এসেছেন বাংলাদেশের এই বিতর্কিত অভিনেত্রী। তবে সে সব এখন অতীত। পুরনো প্রায় সবকিছুই ঝেড়ে ফেলেছেন। পুরনো বাড়ি, দুঃসময়ে পাশ ছেড়ে যাওয়া বন্ধবান্ধব সবাইকেই বিদায় জানিয়ে নতুন শুরুর পথে পরী।
২৪ শে অক্টোবর ২৯ এ পা দিলেন পরীমণি। জন্মদিন উপলক্ষে জমজমাট আয়োজন করেছিলেন তিনি। প্রথমে দাদু শামসুল হক গাজীকে নিয়ে কেক কাটেন পরীমণি। উপস্থিত ছিলেন অভিনেত্রীর অন্য আত্মীয় স্বজনরাও। তারপর রাত আটটা থেকে শুরু হয় পার্টি। ঢাকার এক পাঁচতারা হোটেলে বসেছিল পরীমণির জন্মদিনের আসর।
এদিন আমন্ত্রিত অতিথিদের ড্রেস কোড বেঁধে দিয়েছিলেন পরীমণি। লাল পোশাকে আসতে হয়েছে মেয়েদের এবং পুরুষদের ছিল সাদা পোশাক। আমন্ত্রণপত্রেও ছিল চমক। বিমানের টিকিটের আদলে তৈরি আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা ছিল ‘শুদ্ধ আত্মা নিয়েআমার কাছে এস এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো।’
তবে শুধুই জমকালো পার্টি না। জন্মদিনের দুপুরে অনাথ আশ্রমের শিশুদের সঙ্গেও কেক কেটে উদযাপন করেন পরীমণি। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।
গত ৪ ঠা অগাস্ট কোনো রকম কোনো আগাম সাবধানতা ছাড়াই বনানীর বাসস্থান থেকে অভিনেত্রী ও তাঁর সহকারী দীপুকে আটক করে বাংলাদেশের এলিট ফোর্স র্যাব। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক বেআইনি দামি মদ এবং মাদক দ্রব্য। তার পরের দিন অর্থাৎ ৫ অগাস্ট পরীমণির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। সেপ্টেম্বরের শুরুর দিকে জেল থেকে ছাড়া পান পরীমণি।