পাক ম্যাচে হারের পর কতটা কঠিন হল ভারতের শেষ চারে পৌঁছানোর অঙ্ক, রইল বিস্তারিত তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে কোহলিদের বিজয় রথ। মরু দেশের মহাযুদ্ধে গতকাল পাকিস্তানের কাছে ভারতকে শুধু যে পরাজিত হতে হয়েছে তাই নয়, হার হয়েছে ১০ উইকেটে। এদিন পাকিস্তানের আমন্ত্রণে প্রথম ব্যাট করে কোহলির ৫৭ রানের সৌজন্যে ১৫১ রানের লক্ষ্যমাত্রা বাবরদের সামনে রেখে ছিল ভারত। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে এদিন বাবর এবং রিজওয়ানের দুরন্ত হাফসেঞ্চুরির দৌলতে ১৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

আর এই লজ্জাজনক হারের ফলে ভারত আদৌ সেমিফাইনালে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও তৈরি হল বড় আশঙ্কা। কারণ একদিকে যেমন পাকিস্তান এই জয় পেয়েছে ১০ উইকেটে, তেমনই ১৩ বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছেন বাবররা, যার ফলে এই মুহূর্তে তাদের নেট রান রেট +০.৯৭৩। আর একই ক্ষেত্রে ভারতের নেট রানরেট এখন -০.৯৭৩। এর পরের ম্যাচে কেন উইলিয়ামসনদের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড বরাবর খারাপ। আইসিসি টুর্নামেন্টে মাত্র দুবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতেছে ভারতীয় দল। একবার ১৯৮৭ তে এবং অন্যবার ২০০৩ সালে, আবার এই নিউজিল্যান্ডের কারণেই ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ভারত।

এবার এই রেকর্ড পরিবর্তন করতে হবে কোহলি বাহিনীকে। যদি বিশ্ব জয়ের আশা টিকিয়ে রাখতে চান তারা, তাহলে অবশ্যই পর্যুদস্ত করতে হবে উয়িলিয়ামসনদের। শুধু তাই নয় গ্রুপের বাকি ম্যাচ ভারত খেলবে স্কটল্যান্ড, নামিবিয়া এবং আফগানিস্তানের সঙ্গে। আফগানিস্তান নিজেদের দিনে যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যে কোন দলের বিরুদ্ধে। নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পেলেও আফগানিস্তানের বিরুদ্ধেও বড় মার্জিনেই জিততে হবে বিরাট বাহিনীকে। আর তাহলেই নেট রানরেট কিছুটা শোধরাতে পারবেন তারা।

IMG 20211025 152545

তবে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে নিউজিল্যান্ড ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে এই হারের কারণেই আরও বেশি গুরুত্ব বেড়ে গেল এই ম্যাচটির। কারণ যদিও এই গ্রুপের অন্যরা এখনও খেলতে শুরু করেনি, কিন্তু পরবর্তীকালে নেট রানরেট নিয়ে মাথা ব্যথা বাড়তে পারে কোহলিদের। আর তাই তা শোধরাতে গেলে লাগবে বড় জয়।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর