করোনার জেরে ক্ষতিগ্রস্ত অ্যামেচার ফুটবল ক্লাব গুলিকে আর্থিক সাহায্য রোনাল্ডো সহ পর্তুগাল ফুটবল দলের।

এই মুহূর্তে বিশ্বজুড়ে চলছে করোনা তান্ডব। করোনা তান্ডবের জেরে বন্ধ রয়েছে সমস্ত খেলাধুলা। ফিফার নির্দেশ অনুসারে এই মুহূর্তে বিশ্বজুড়ে সমস্ত ধরনের ফুটবল প্রতিযোগিতা বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে পর্তুগালের অ্যামেচার ফুটবল ক্লাব গুলি বিপুল ক্ষতির মুখে পড়েছে। আর এই ক্লাব গুলিকে ক্ষতির মুখ থেকে বাঁচানোর জন্য এগিয়ে এল পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ পুরো পর্তুগাল ফুটবল দল।

2020 সালে ইউরো কাপ কোয়ালিফাই করার জন্য পর্তুগাল ফুটবল ফেডারেশনের তরফে পর্তুগালের প্রত্যেক ফুটবলারকে বোনাস দেওয়া হয়েছে। রোনাল্ডো সহ পুরো পর্তুগাল টিম সেই বোনাসের অর্ধেক অর্থ সাহায্য হিসাবে দিয়ে দেবেন অ্যামেচার ক্লাবগুলিরকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য।

1218978773b4466aac78891830f62a1e3471ff127285bf0115265f825b68220f17c0da915

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জেরে পর্তুগাল ফুটবল ফেডারেশন তরফে অ্যামেচার ক্লাবগুলির ফুটবল লিগ এই বছরের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। সেই কারণে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে অ্যামেচার ফুটবল ক্লাব গুলিকে। অ্যামেচার ফুটবল ক্লাব গুলিকে সেই আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে পর্তুগল ফুটবল ফেডারেশনের তরফে তৈরি করা হয়েছে একটি ফান্ড। যদি পর্তুগালের সব ফুটবলাররা সেই ফান্ডে আর্থিক সাহায্য করেন তাহলে মনে করা হচ্ছে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা সম্ভব হবে।


Udayan Biswas

সম্পর্কিত খবর