বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপের সবচেয়ে উত্তেজক ম্যাচটা হয়তো এই বৃহস্পতিবার রাতে দেখে নিলো ফুটবল বিশ্ব। রেকর্ড, গোল, আগ্রাসন, ভুলচুক, অসামান্য দক্ষতা, কি ছিল না এই ম্যাচে। শেষপর্যন্ত পর্তুগাল যে ৩ পয়েন্ট নিয়ে ঘানাকে হারিয়ে ফিরতে পারছে তার জন্য ভাগ্য এবং ব্রুনো ফার্নান্দেজকে ধন্যবাদ দিতে পারে তারা। ৩-২ ফলে জিতলো পর্তুগাল। চলতি বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে গোল করলো ঘানা। ১ পয়েন্ট পাওয়ার অত্যন্ত কাছে চলে এসেছিল তারা, কিন্তু নেহাত এই বিশেষ দিনে ভাগ্য তাদের সঙ্গ দেয়নি।
প্রথমার্ধে একটি সহজ সুযোগ মিস এবং একটি গোল করেও সেটি বাতিল হওয়ার পর পেনাল্টি আদায় করে সেখান থেকে দলকে এগিয়েও দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম ফুটবল প্লেয়ার হিসাবে ৫টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন তিনি। তারপরে অবশ্য পর্তুগাল ডিফেন্সে ড্যানিলোর ভুলে সমতায় ফিরেছিল ঘানা।
কিন্তু এরপর প্রতি আক্রমণে ব্রুনো ফার্নান্দেজের দুটি নিখুঁত পাস থেকে গোল করে ফলাফল ৩-১ করে দেয় জোয়াও ফেলিক্স ও পরিবর্ত হিসাবে নামা রাফায়েল লিয়াও। কিন্তু ম্যাচের শেষ লগ্নে পর্তুগালের ডিফেন্সের ভুলে ফের একটি গোল শোধ দিয়ে ৩-২ করে দেয় ঘানার ওসমান বুকারী। গোল করে রোনাল্ডোর ট্রেডমার্ক ভঙ্গিতে সেলিব্রেশনও করেন তিনি।
অতিরিক্ত সময়ের শেষদিকে গোল কিকের সময় পর্তুগাল গোলরক্ষকের অমনোযোগীতার সুযোগ নিয়ে বল ছিনিয়ে নিয়েছিলেন ইনাকী উইলিয়ামস। কিন্তু বলটি গোলে ঠেলার আগে পিছলে যান তিনি। ফলে স্কোরলাইন অপরিবর্তিতই থেকে যায় ও কোনওক্রমে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।