বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি রয়েছে আর দু মাসের একটু বেশি। তার জন্য প্রস্তুতি শুরু করবে সকল দেশগুলি কারণ আপাতত ক্লাব ফুটবল কিছুদিনের জন্য বন্ধ হয়ে আগামী সপ্তাহের শুরু থেকে শুরু হবে ইন্টারন্যাশনাল ব্রেক। লাতিন আমেরিকান দেশগুলি বেশকিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিজেদের টিম কম্বিনেশন গুলি চালিয়ে নেবে। আর একই সময়ে ইউরোপের ফুটবল খেলিয়ে দেশগুলি নেশনস লিগের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ গুলি খেলে পরবর্তী পর্যায়ে ওঠার জন্য লড়াই করবে।
এরইমধ্যে বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। একাধিক তারকা ফুটবলার কে নিয়ে গঠিত এমন শক্তিশালী ফুটবল স্কোয়াড পর্তুগাল ফুটবল ইতিহাস আগে দেখেনি। কিন্তু খেলোয়াড়রা একাধিক ক্লাবের হয়ে খেলে। ফলে মাঠে তাদের একজোট করে একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী খেলানোটা খুব বড় চ্যালেঞ্জ পর্তুগিজ কোচ ফার্নান্দো স্যান্টোসের সামনে।
তার আগে আজ জনপ্রিয় ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘নাইক’ পর্তুগাল ২০২২ বিশ্বকাপের জার্সি পরে নামবে সেই জার্সি সকলের সামনে এনেছে। জার্সি দেখে সকলেই বুঝতে পারবেন যে হালফিলের ইতিহাসে পর্তুগাল যে ডিজাইনের জার্সি পরে মাঠে ফুটবল খেলতে নেমেছে এই এইবারের ডিজাইন তার চেয়ে বেশ কিছুটা অন্যরকম আর আকর্ষণীয়। এই জার্সি ডিজাইন এর সঙ্গে আশ্চর্য রকমের মিল রয়েছে ২০১২ সালের মোহনবাগান জার্সির এবং গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সির।
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একই রকম ডিজাইন দেখে মোহনবাগান ভক্তরা ইয়ার্কি করে দাবি করতে শুরু করে দিয়েছেন যে তাদের ক্লাবের ইতিহাস সম্পর্কে জেনে আগ্রহী হয়েই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জন্য এমন জার্সি প্রস্তুত করেছেন নাইক। কি সঙ্গে বাংলাদেশের কিছু ক্রীড়াপ্রেমী দাবি করছেন যে ২০২১ বিশ্বকাপের বাংলাদেশের পারফরম্যান্স ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এতটাই মনে ধরেছে যে তিনি নাইককে বলে পর্তুগালের জন্য এমন জার্সি প্রস্তুত করিয়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা-তামাশা অব্যাহত।
পর্তুগালের নেশন্স লিগ স্কোয়াড:
গোলরক্ষক: দিয়োগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও
ডিফেন্ডার: দানিলো পেরেইরা, ডিওগো ডালোট, জোয়াও ক্যানসেলো, তিয়াগো জালো, পেপে, রুবেন ডিয়াস, নুনো মেন্ডেস, রাফায়েল গুয়েরেইরো
মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, রুবেন নেভেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও মারিও, ম্যাথিউস নুনেস, ভিটিনহা, উইলিয়াম কারভালহো
ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দিয়েগো জোটা, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, রাফা সিলভা, রিকার্ডো হোর্তা, রাফায়েল লিও
ম্যানেজার: ফার্নান্দো স্যান্টোস