বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ এখন মেঘলা। দুপুরের পর থেকে দু-এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে কিছু জায়গায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই আরও কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হবে একাধিক জেলায়।
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বাড়বে বৃষ্টি
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন ঘূর্ণাবর্ত। এর প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ আবারও দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার থেকে শনিবার পর্যন্ত কিছু এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা ও হাওড়াতেও।
শনিবারের পর কমবে বৃষ্টি
আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে দক্ষিণের (South Bengal Weather) একাধিক জেলায়। তবে রবিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট। এরপর দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে শুরু করবে, এবং হালকা ঠান্ডা হাওয়া বইতে পারে সন্ধ্যার পর থেকে।
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা কত ছিল?
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। ফলে শহরের দিনভর গরম কিছুটা কমলেও আর্দ্রতা এবং বিক্ষিপ্ত বৃষ্টি মিলিয়ে অস্বস্তি ছিল।
আরও পড়ুনঃ কালীপুজোর পরেই শুরু SIR? কোলাঘাটে বৈঠকে বড় ইঙ্গিত দিল নির্বাচন কমিশন
হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্ত তৈরি হলে তার প্রভাবে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।