সাধারণ মানুষের জন্য সুখবর! ব্যাঙ্কের চেয়ে বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিস,জানুন বিস্তারিত

Published on:

Published on:

Post Office a higher interest rates not the bank
Follow

বাংলা হান্ট ডেস্ক: পোস্ট অফিসের স্কিম গুলি সাধারণত ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসাবে ধরা হয়। কারণ এখানে যারা টাকা রাখেন সেই টাকাগুলো নিরাপদে থাকে। পাশাপাশি ভালো সুদ পাওয়া যায়। এছাড়াও আপনি পোস্ট অফিসে স্মল সেভিংস স্কিমের বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পগুলিতে নিরাপত্তার পাশাপাশি তুলনামূলকভাবে ভালো পরিমানে সুদের হার পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক সেই বিষয়ে (Post Office)।

নিরাপদ বিনিয়োগে চমক! ব্যাঙ্ক নয়, পোস্ট অফিসে বেশি সুদ (Post Office)

টাকা মানুষের জীবনে একটি বড় অংশ। যেকোন বিপদ-আপদে টাকার সম্বল থাকলে মাথার থেকে চিন্তা অনেকটাই কমে যায়। যার কারণবশত মানুষ টাকা এমন জায়গা ইনভেস্ট করতে চান যেখান থেকে তিনি ভালো পরিমাণে রিফান্ড পাবেন। বর্তমান দিনে পোস্ট অফিসে (Post Office) বিভিন্ন ধরনের স্কিম চালু হয়েছে। যেখানে আপনি টাকা রেখে ভালো পরিমান সুদের মাধ্যমে টাকা অর্জন করতে পারবেন। জেনে নিন এই সুদের বিষয়ে বিস্তারিত।

Post Office a higher interest rates not the bank

আরও পড়ুন: রুটি বানাতে এই একটি ভুল করলেই শক্ত হয়ে যায়! নরম রাখতে জানুন ঘরোয়া উপায়

পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট বর্তমানে ৪ শতাংশ সুদ দিচ্ছে। যা দেশের একটি প্রথম শাড়ির ব্যাংকের সেভিংস একাউন্টে সুদের হারের তুলনায় বেশি। এই বিষয়ে অর্থমন্ত্রক, ২০২৫-২৬ অর্থবর্ষের জানুয়ারি–মার্চ ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টসহ বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার ঘোষণা করেছে।

এরপর ঘোষণায় জানানো হয়েছে যে, আসন্ন জানুয়ারি–মার্চ ত্রৈমাসিকে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। যার ফলে আমানতকারীরা আগের মতোই তাঁদের ডাকঘর সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ সুদ পেতে থাকবেন। একই সঙ্গে ২০২৫-২০২৬ অক্টোবর্ষে অক্টোবর ও ডিসেম্বর তিন মাসের জন্য সুদের হারের ঘোষণা করা হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২৫।

সেই সময় অর্থমন্ত্রী এই জনপ্রিয় সেভিংস স্কিমের সুদের হার অপরবর্তিত রেখে ৪ শতাংশই তে রাখার সিদ্ধান্ত নেয়। যদিও পোস্ট অফিস সেভিংস একাউন্ট মূলত একটি সাধারণ সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দেশের যেকোনো পোস্ট অফিস থেকেই খোলা যায়।

এছাড়াও, ২০২৫ সালে আরবিআই মোট ১.২৫ শতাংশ রেপো রেট কমিয়েছে। যার ফলে ব্যাঙ্কগুলোর তহবিল সংগ্রহের খরচ কমলেও। অনেক ব্যাঙ্ক তার প্রভাব আমানতকারীদের ওপর চাপিয়ে সেভিংস অ্যাকাউন্টের সুদ কমিয়ে দিয়েছে। তবে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সেই প্রভাব পড়েনি। তবে এখন প্রশ্ন আসতেই পারে কারা এই অ্যাকাউন্ট গুলো খুলতে পারবেন?

এ বিষয়ে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি একক ভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়ো দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যৌথভাবেও এই অ্যাকাউন্ট খুলতে পারে। সেখানে অভিভাবক একজন নাবালকের পক্ষে অথবা মানসিকভাবে অসুস্থ ব্যক্তির পক্ষে অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে, ১০ বছরের বেশি বয়সি নাবালক নিজের নামেও এই অ্যাকাউন্ট খুলতে পারে। তবে একজন ব্যক্তি নিজের নামে মাত্র একটি ডাকঘর সেভিংস অ্যাকাউন্টই রাখতে পারবেন (Post Office)।