টাকা দ্বিগুণ করতে চান? গ্রাজুয়েটদের জন্য পোস্ট অফিসে বিশেষ সুবিধা, জানুন বিস্তারিত

Published on:

Published on:

Post Office big offer at the great return scheme for graduates
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতের অন্যতম সুরক্ষিত ও লাভজনক বিনিয়োগের মাধ্যম হল পোস্ট অফিস (Post Office)। পোস্ট অফিসের পোস্টাল লাইফ ইন্সুরেন্স বর্তমানে অন্যতম সুরক্ষিত ও লাভজনক একটি বিনিয়োগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এটি ভারত সরকার দ্বারা পরিচালিত একটি স্কিম। যেখানে ১০০% সুরক্ষা আছে। পাশাপাশি বাজারের কোন ঝুঁকি নেই এই স্কিমে। তবে অনেক সময় সঠিক প্রচারের অভাবে এই স্কিমটির সম্পর্কে বিস্তারিত যারা যায় না। কিন্তু আজকের প্রতিবেদনে রইল এই স্কিমটির বিষয়ে বিস্তারিত তথ্য।

পোস্ট অফিসে বড় অফার! গ্রাজুয়েটদের জন্য দুর্দান্ত রিটার্নের স্কিম (Post Office)

পোস্ট অফিসের (Post Office) জীবন বীমা মূলত দুই ভাগে বিভক্ত। এবার আপনি আপনার যোগ্যতা অনুযায়ী, সঠিক স্কিমটি বেছে নিতে পারেন। আর এই দুটি বিভাগ হল- ১) পিএলআই , ২) আরপিএলআই। এবার জেনে নিন এই পিএলআই ও আরপিএলআই মূলত কী।

 Post Office big offer at the great return scheme for graduates

আরও পড়ুন: আম বা লেবু নয়! এবার শীতের পালং শাক দিয়ে বানিয়ে ফেলুন এই আচারটি, প্রণালী রইল

পিএলআই: পিএলআই এর পুরো নাম Postal Life Insurance। এটি ১৮৮৪ সালে প্রথম শুরু হয়। তবে আগে এই সুবিধা শুধুমাত্র সরকারি, আধা সরকারি, ব্যাংক, প্রতিরক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাই এতে বিনিয়োগ করতে পারতেন। কিন্তু ২০২৫ সালের নতুন আপডেট অনুযায়ী এখন যে কোন গ্রাজুয়েট স্নাতক ডিগ্রিধারী ছাত্র-ছাত্রী এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।

আরপিএলআই: আরপিএলআই এর পুরো নাম Rural Postal Life Insurance। এতে মূলত চালু হয় ১৯৯৫ সালে। আর এটি যে কোন গ্রামের সাধারণ নাগরিক, পেশা নির্বিশেষে এই স্কিমের সুবিধা নিতে পারেন মানুষজন।

এবার এর বয়সসীমা ও নিয়মাবলী জানুন:

এই স্কিমে বিনিয়োগ করার আগে এর নিয়মাবলী ও বয়সসীমা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

বয়সসীমা: ১৯ বছর থেকে ৫৫ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক এই স্কিমের জন্য আবেদন করতে পারেন।

বিমার অঙ্ক: পিএলআই-এর ক্ষেত্রে ন্যূনতম ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমা করা যায়।

আরপিএলআই-এর ক্ষেত্রে ন্যূনতম ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা সম্ভব।

অন্যান্য সুবিধা: পলিসি চলাকালীন নমিনেশন পরিবর্তন, লোন নেওয়ার সুবিধা, পলিসি সারেন্ডার , ভারতের যেকোনো পোস্ট অফিসে পলিসি ট্রান্সফার করার সুবিধা রয়েছে।

প্রিমিয়াম রিবেট: আপনি যদি ৬ মাসের প্রিমিয়াম অগ্রিম জমা দেন তবে ১% এবং ১২ মাসের প্রিমিয়াম অগ্রিম দিলে ২% পর্যন্ত ছাড় বা রিবেট পাবেন।

এই পলিসির প্রকার ভেদ: এটি মূলত দুটি পলিসি প্রকারভেতে রয়েছে। দুটি ক্ষেত্রেই গ্রাহকদের চাহিদা অনুযায়ী মোট ছয় ধরনের পলিসি উপলব্ধ আছে। আর এই ছয় ধরনের পলিসি নিচে আলোচনা করা হল।

১.সন্তোষ (Endowment Assurance): এটি সবচেয়ে জনপ্রিয় স্কিম। নির্দিষ্ট মেয়াদ শেষে বোনাসসহ নিশ্চিত টাকা ফেরত পাওয়া যায়।

২. সুরক্ষা (Whole Life Assurance): এটি একটি দীর্ঘমেয়াদী পলিসি। যা ম্যাচিউর হয়৮০ বছর বয়সে ।

৩. সুবিধা (Convertible Whole Life): এই পলিসিটি ৫ বছর পর এনডাউমেন্ট পলিসিতে রূপান্তর করার সুযোগ থাকে।

৪. সুমঙ্গল (Anticipated Endowment): এটি মূলত একটি মানি ব্যাক পলিসি, যেখানে নির্দিষ্ট সময় অন্তর টাকা ফেরত পাওয়া যায়।

৫. চিলড্রেন পলিসি: বাবা বা মায়ের নামে পলিসি থাকলে ৫ থেকে ২০ বছর বয়সী শিশুদের জন্য এই পলিসি করা যায়।

৬. যুগল সুরক্ষা (Joint Life Assurance): স্বামী ও স্ত্রীর যৌথ জীবনের সুরক্ষার জন্য এই বিমা।

পোস্ট অফিসের এই স্কিমটি বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের অন্যতম সেরা উদাহরণ। তবে যারা নতুন নিয়মে গ্রাজুয়েটদের অন্তর্ভুক্ত করার ফলে সাধারণ মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত সদস্যরাও এখন পিএলআই-এর সুবিধা নিতে পারবেন। এবার আপনি যদি এই পলিসি করতে চান তাহলে আপনাকে নিকটবর্তী পোস্ট অফিসে (Post Office) যোগাযোগ করতে হবে অথবা কোন পিএলআই এজেন্টের সাহায্য নিতে হবে।

[বিঃদ্রঃ এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে তৈরি। যেকোনো আর্থিক বিনিয়োগের আগে স্কিমের নথিপত্র ভালো করে পড়ে নিন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন।]