ঝুঁকিহীন রিটার্ন! পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদ কত পাওয়া যায় জানুন

Published on:

Published on:

Post Office how much interest will you get by depositing money
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিনিয়োগের ক্ষেত্রে নিশ্চিত রিটার্ন ও ঝুঁকি দুটোই থাকে। অনেকে মনে করে নিশ্চিত রিটার্ন পাওয়া ভালো, তাই পোস্ট অফিসের (Post Office) স্কিমে তারা ডিপোজিট করতে পছন্দ করেন। তবে আপনারা জানলে অবাক হবেন পোস্ট অফিসে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে কোন কর থাকে না। তবে আজকের প্রতিবেদনে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে সুদের হিসেব দেখে নিন।

নিরাপদ সঞ্চয় চাইলে পোস্ট অফিসে টাকা রাখলে কত সুদ মিলবে? (Post Office)

পোস্ট অফিসের স্কিম গুলি সাধারণত ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসাবে ধরা হয়। কারণ এখানে যারা টাকা রাখেন সেই টাকাগুলো নিরাপদে থাকে। পাশাপাশি ভালো সুদ পাওয়া যায়। এছাড়াও আপনি পোস্ট অফিসে স্মল সেভিংস স্কিমের বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পগুলিতে নিরাপত্তার পাশাপাশি তুলনামূলকভাবে ভালো পরিমানে সুদের হার পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক সেই বিষয়ে (Post Office)।

Post Office how much interest will you get by depositing money

আরও পড়ুন: কাগজ খুলতেই চমক! পড়ুয়ার বাবার উপহারে শিক্ষিকা মুগ্ধ, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললেই আপনাকে একটি চেক বই দেওয়া হয়। যেখানে আপনাকে সেভিংস অ্যাকাউন্ট চালু রাখতে হলে তিন বছরের মধ্যে অন্তত একবারও লেনদেন করতে হবে। এছাড়াও পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের অধীনে ৪% হারে বার্ষিক সুদ পাওয়া যায়। পাশাপাশি পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য একটি বিশেষ ফর্ম পুরণ করতে হয়।

এই ফর্মটি পোস্ট অফিসের পাশাপাশি অনলাইন ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে আপনি সেই ফর্মটি ফিলআপ করতে পারেন। এছাড়াও কেওয়াইসি করানো এর জন্য একান্তভাবে জরুরী। তবে আপনাকে ফরম ফিলআপ করার পর সেটিকে পোস্ট অফিসে গিয়েই জমা করাতে হবে।

এরপরেই আপনাকে পোস্ট অফিস থেকে সেভিংস অ্যাকাউন্ট খুলে দেবে। তাছাড়াও বর্তমান দিনে নানান ধরনের প্রতারণার জন্য, আজকাল মানুষ অনলাইনে টাকা সেভিংস করার বদলে পোস্ট অফিসে সেভিংস এর জন্য বেশি নির্ভরশীল হচ্ছেন। কারণ, পোস্ট অফিসে (Post Office) ছোট ছোট সেভিংস করার নানান রকমের স্কিম থাকে। এখানে টাকা রাখলে সেই টাকা নিরাপদে থাকে।