বাংলা হান্ট ডেস্ক: টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবার একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে, ভারতীয় ডাক বিভাগ (Post Office) এখন নতুন ফাস্ট ডেলিভারি পরিষেবা শুরু করতে চলেছে। এই পরিষেবাগুলি বাস্তবায়িত হলে, পোস্ট অফিসগুলি মাত্র ২৪ ঘন্টা এবং ৪৮ ঘন্টার মধ্যে ডাক এবং পার্সেল সরবরাহের গ্যারান্টি দেবে। এর অর্থ হল, এই পরিষেবা চালু হয়ে গেলে, গ্রাহকদের গুরুত্বপূর্ণ নথি বা পার্সেল ডেলিভারির জন্য আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না।
নতুন ফাস্ট ডেলিভারি সার্ভিস শুরু করছে পোস্ট অফিস (Post Office):
কেন্দ্রীয় মন্ত্রী ব্যাখ্যা করেন যে, ২৪ ঘন্টার স্পিড পোস্ট পরিষেবা একদিনের মধ্যেই বাড়িতে যেকোনও ডাক পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেবে। এদিকে ৪৮ ঘন্টার স্পিড পোস্ট পরিষেবা ২ দিনের মধ্যে পার্সেল পৌঁছে দেবে। এর ফলে গ্রাহকেরা তাঁদের চাহিদা অনুযায়ী দ্রুত বা ধীর গতিতে ডেলিভারির বিকল্প বেছে নিতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, এই পরিষেবাগুলি আগামী বছরের জানুয়ারিতে চালু করা হবে।
The past year has been an extraordinary journey for the @DoT_India, @IndiaPostOffice and @MDONER_India, defined by transformative reforms, inclusive growth, and innovative strides in service to every citizen of Bharat.
Guided by the visionary leadership of Hon’ble PM Shri… pic.twitter.com/E6SG2NC5pb
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) October 17, 2025
পার্সেল ডেলিভারির গতি বৃদ্ধি পাবে: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও বলেন যে, এর ফলে পার্সেল ডেলিভারির গতি তথা স্পিড উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে পার্সেল ডেলিভারিতে ৩ থেকে ৫ দিন সময় লাগে। কিন্তু এখন পোস্ট অফিস পরের দিন ডেলিভারির সুবিধা প্রদান করে। যাঁর ব্যবসার জন্য দ্রুত শিপিং চান তাঁদের জন্য এটি একটি বড় বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: আসছে ক্রিকেটের নতুন ফরম্যাট! কবে থেকে শুরু হচ্ছে Test Twenty? মিলল আপডেট
পোস্ট অফিস একটি লাভজনক বিভাগে পরিণত হবে: প্রসঙ্গত উল্লেখ্য যে, সরকার ২০২৯ সালের মধ্যে ভারতীয় ডাক বিভাগকে একটি লাভজনক বিভাগে পরিণত করার লক্ষ্য নিয়েছে। যা কেবল পরিষেবা প্রদানই করবে না বরং আর্থিকভাবেও শক্তিশালী হবে। এই লক্ষ্যে, ডাক বিভাগ নতুন নতুন পণ্য এবং পরিষেবা চালু করছে।
আরও পড়ুন: পিছিয়ে পড়ল চিনও! বিশ্বের সবথেকে শক্তিশালী এয়ারফোর্সের তালিকায় তৃতীয় স্থানে ভারত
এদিকে, এর ফলে সাধারণ জনগণের জন্য আরও উন্নত এবং দ্রুত পরিষেবা নিশ্চিত হবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে, ডাক বিভাগ এই দ্রুত ডেলিভারি পরিষেবা সহ মোট ৮ টি নতুন উদ্যোগ চালু করবে। এই উদ্যোগগুলি কেবল গ্রাহকদেরকেই উপকৃত করবে না বরং ডাক বিভাগের সুযোগ-সুবিধাও উন্নত করবে।