বাংলা হান্ট ডেস্ক: টাকা মানুষের জীবনে একটি বড় অংশ। যেকোন বিপদ-আপদে টাকার সম্বল থাকলে মাথার থেকে চিন্তা অনেকটাই কমে যায়। যার কারণবশত মানুষ টাকা এমন জায়গা ইনভেস্ট করতে চান যেখান থেকে তিনি ভালো পরিমাণে রিফান্ড পাবেন। বর্তমান দিনে পোস্ট অফিসে (Post Office Scheme) বিভিন্ন ধরনের স্কিম চালু হয়েছে। যেখানে আপনি টাকা রেখে ভালো পরিমান সুদের মাধ্যমে টাকা অর্জন করতে পারবেন। তবে আজকালকার দিনে জালিয়াতি ও প্রতারণার ঘটনা বেশি হয় অনলাইনের মাধ্যমে। যার কারণবশত ইন্টারনেটে টাকা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন মানুষজন। কিন্তু এই পরিস্থিতিতে পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প আপনার জন্য হয়ে উঠতে পারে ভালো দিক।
সুদে ২ লাখ টাকা আয়, পোস্ট অফিসে সহজ উপায়ে উপার্জনের সুযোগ (Post Office Scheme)
বর্তমান দিনের মানুষ বিনিয়োগের দিকে বেশি ঝুঁকছেন যেখানেই তাদের টাকা জমানোয় ভালো সুদ পাওয়া যাবে। তাছাড়া আজ কালকের দিনে অনলাইনে জালিয়াতি ও প্রতারণার ঘটনায় বহু মানুষ ইন্টারনেটের মাধ্যমে টাকা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। তাই টাকা বিনিয়োগের ক্ষেত্রে উপযুক্ত জায়গা হয়ে উঠছে পোস্ট অফিস (Post Office Scheme)। আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি সুদের মাধ্যমে ২ লাখ টাকা উপার্জন করতে পারবেন, যা বিশদে জানানো হল।

আরও পড়ুন: শীতের বাঁধাকপি দীর্ঘদিন ভালো রাখতে এই ঘরোয়া টিপসগুলো মেনে চলুন
পোস্ট অফিসের স্কিম গুলি সাধারণত ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসাবে ধরা হয়। কারণ এখানে যারা টাকা রাখেন সেই টাকাগুলো নিরাপদে থাকে। পাশাপাশি ভালো সুতো পাওয়া যায়। এছাড়াও আপনি পোস্ট অফিসে স্মল সেভিংস স্কিমের বিনিয়োগ করতে পারেন। আর এই প্রকল্পগুলিতে নিরাপত্তার পাশাপাশি তুলনামূলকভাবে ভালো পরিমানে সুদের হার পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক সেই বিষয়ে।
রেকারিং ডিপোজিট স্কিম: রেকারিং ডিপোজিট স্কিমে মাধ্যমে আপনি সঞ্চয় এর প্রকল্প পেতে পারেন। এছাড়াও পোস্ট অফিসে এটি আরডি স্কিম নামেও পরিচিত। এই স্কিমে বিনিয়োগ করলে শুধুমাত্র যে সুদের মাধ্যমেই একজন দেখতে ভালো অংকের রিটার্ন পেতে পারে তা নয় এর পাশাপাশি অল্প সময়ের মধ্যেও অংকের টাকা উল্লেখযোগ্যভাবে জমা করা যায়। তাছাড়া সরকার পরিচালিত এই সঞ্চয় সবচেয়ে বড় সুবিধা হল এটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। আর পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিমে প্রতিমাসে মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে প্রায় ৮ লক্ষ টাকা জমানো সম্ভব হয়। এই স্কিমে সুদ হিসেবে আয় হয় ২.৫৪ লক্ষ টাকারও বেশি।
এছাড়াও আপনি ফিক্সড ডিপোজিট এর মাধ্যমেও পোস্ট অফিস টাকা রাখতে পারেন। সেখানে সুদের হার বেশি দেওয়া হয়। এই স্কিমে বার্ষিক ৬.৭ শতাংশ সুদ পাওয়া যায়। পাশাপাশি পোস্ট অফিসে রেকারিং স্কিম হিসাবে একজন ব্যক্তি মেয়াদ পূর্তি পর্যন্ত ৫০০০ টাকা করে বিনিয়োগ করলে পাঁচ বছরে বিনিয়োগের সংখ্যা হবে ৩,০০,০০০ টাকা। যা বার্ষিক ৬.৭ শতাংশ সুদের হারে মূল্য হয়ে দাঁড়াবে ৫৬,৮৩০ টাকা। আর ৫ বছর শেষে এই টাকা হয়ে দাঁড়াবে ৩,৫৬,৮৩০ টাকা।
তবে এর থেকে বেশি টাকা আয় বৃদ্ধি করতে হলে তার রেকারিং স্কিমের মেয়াদ আরো পাঁচ বছর বাড়ালে বিনিয়োগের টাকা বৃদ্ধি আরও দ্রুত হবে। পোস্ট অফিসে রেকারিং স্কিমে পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পর তা বাড়িয়ে মোটু ১০ বছর পর্যন্ত করা যায়। যার ফলে ১০ বছরে একজন ব্যক্তির মোট ৬,০০,০০০ টাকা বিনিয়োগ করলে সুদ হিসেবে আয় হবে প্রায় ২,৫৪,২৭২ টাকা। যার ফলে ১০ বছর শেষে সঞ্চয়ের অংক হয়ে দাঁড়াবে ৮,৫৪,২৭২ টাকা (Post Office Scheme)।












