মাসে ১২,৫০০ টাকায় সঞ্চয়, পোস্ট অফিস থেকে একবারে পাবেন ৪০ লক্ষ টাকা

Published on:

Published on:

Post Office Scheme guaranteed regular savings one-time return of Rs 40 lakh at post office

বাংলা হান্ট ডেস্ক: বিনিয়োগের ক্ষেত্রে নিশ্চিত রিটার্ন ও ঝুঁকি দুটোই থাকে। অনেকে মনে করে নিশ্চিত রিটার্ন পাওয়া ভালো তাই পোস্ট অফিসের স্কিমে তারা ডিপোজিট করতে পছন্দ করেন। আবার কেউ কেউ ঝুঁকি (Post Office Scheme) নিয়ে বিনিয়োগ করেন ইকুইটিতে। তবে পোস্ট অফিসে এমন একটা স্কিম আছে যেখানে আপনি মাসে ১২৫০০ টাকা করে জমা করলে আপনার ফান্ডে জমা হবে ৪০ লক্ষ টাকা।  পোস্ট অফিসের প্রকল্পগুলি যে শুধুমাত্র নিরাপদ তাই নয়। এর পাশাপাশি এগুলো থেকে আকর্ষণীয় হারে সুদ পাওয়া যায়।

নিয়মিত সঞ্চয়ে গ্যারান্টি, পোস্ট অফিসে এককালীন রিটার্ন ৪০ লক্ষ টাকার (Post Office Scheme)

পোস্ট অফিস এমন একটি জায়গা যেখানে প্রতিটি বয়স ও প্রতিটি শ্রেণীর জন্য সঞ্চয় করার প্রকল্প আছে (Post Office Scheme)। এই প্রকল্প কেবলমাত্র ভালো রিটানই দেবে না। পাশাপাশি নিরাপত্তাও দেবে। অর্থাৎ সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে বিনিয়োগের বিকল্প হয়ে ওঠে পোস্ট অফিস। পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পের কথা বলতে গেলে, প্রতি মাসে নির্দিষ্ট আয় দেয় (Post Office Scheme)।

এছাড়াও পোস্ট অফিসের (Post Office) বিনিয়োগের প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল পিপিএফ(PPF) বা পাবলিক প্রফিডেন্ট ফান্ড। এইখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রায় দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বা সঞ্চয়ের জন্য এই প্রকল্পটিকে পছন্দ করে থাকেন। এটি একদিকে যেমন তিতিশীল রিটানে প্রতিশ্রুতি থাকে অপরদিকে সুরক্ষিত থাকে বিনিয়োগ। এছাড়াও, এই পিপিএফ (PPF) বা পাবলিক প্রফিডেন্ট ফান্ডে বর্তমানে ৭.১ শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়া হচ্ছে। অর্থাৎ এই সুদের ওপরে আপনাকে আর কোন বিশেষ কর দিতে হবে না। এর পাশাপাশি এই স্কিমে রয়েছে ১৫ বছরের লক-ইন মেয়াদ। মেয়াদ শেষ হওয়ার আগে এই স্কিম (Scheme) থেকে টাকা তোলা যাবে না।

Post Office Scheme guaranteed regular savings one-time return of Rs 40 lakh at post office

আরও পড়ুন: দই মাখলেই মিলবে উজ্জ্বলতা! পুজোর আগে দামী স্কিনকেয়ারের দরকার নেই

আপনাকে এই স্কিমে ন্যূনতম ৫০০ টাকা জমা দিতে হবে। পাশাপাশি সর্বোচ্চ বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করতে হবে। এরপরে সীমিত আয়ের ব্যক্তির জন্য এই বিনিয়োগ কে খুবই উপযোগী। এছাড়াও দীর্ঘ মেয়াদি পিপিএফ থেকে ভালো ধরনের রিটার্ন পাওয়া যেতে পারে। ধরুন, একজন ব্যক্তি প্রতিমাসে ১২৫০০ টাকা ১৫ বছর ধরে বিনিয়োগ করলে তিনি সঞ্চয় করবেন ২২.৫ লক্ষ টাকা। আর বর্তমানে ৭.১% সুদের হারে ১৭.৪৭ লক্ষ টাকা তিনি অতিরিক্ত সুদ পাবেন। অর্থাৎ ২২.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে তিনি পাবেন প্রায় ৪০ লক্ষ টাকা।

এছাড়াও এই পিপিএফ-এ (PPF) অ্যাকাউন্ট হোল্ডার গ্রাহকেরা প্রথম আর্থিক বছরের পরেই ঋণের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি স্কিমের (Post Office Scheme) অধীনে ৫ বছর পূর্ণ হবার পরে আংশিক টাকাও তুলে নিতে পারবেন। ফলে আর্থিক প্রয়োজনের ক্ষেত্রে এই স্কিম আপনাকে অনেকটা স্বস্তি দিতে পারে। এছাড়াও এই স্কিম বাদে পোস্ট অফিসে আরও বহু স্কিম রয়েছে। যেখানে আপনি আকর্ষণীয় ভাবে রিটার্ন পেতে পারেন। তবে প্রতিটি স্কিম নেওয়ার আগে সবকিছু ঠিকঠাক ভাবে দেখে নেওয়া উচিত।

(Disclaimer: যে কোনও ঋণের ক্ষেত্রেই একটা ঝুঁকি রয়েছে। ফলে, আগে ঋণ নেওয়ার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর সিদ্ধান্ত নেবেন। বাংলা হান্ট কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)