ব্যাঙ্ক নয়, পোস্ট অফিসেই লুকিয়ে ‘বড়লোক’ হওয়ার আসল রাস্তা! কীভাবে সম্ভব জানুন

Published on:

Published on:

Post Office Scheme that allows you to make significant savings with a small investment
Follow

বাংলা হান্ট ডেস্ক: টাকা মানুষের কাছে বিপদের সময় বড় সম্বলের জায়গা। পাশাপাশির পোস্ট অফিস গ্রাহকদের জন্য একাধিক সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে। যার মধ্যে অন্যতম হল পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (Post Office Scheme)। এই প্রকল্পটি বিশেষভাবে তাদের জন্য যারা এককালীনভাবে টাকা বিনিয়োগের মাধ্যমে নিয়মিত মাসিক আয় চান। এছাড়াও এমআইএস স্কিমে বারবার টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই। একবার একটি নির্দিষ্ট অংকের বিনিয়োগ করলেই আপনি প্রতি মাসে সুদ বাবদ মোটা টাকা পাবেন।

অল্প টাকায় বড় সঞ্চয়, পোস্ট অফিসের কোন স্কিমে সম্ভব জানুন? (Post Office Scheme)

বর্তমান নয় পোস্ট অফিসে এমআইএস স্কিমে (Post Office Scheme) বার্ষিক সুদ দেওয়া হচ্ছে ৭.৪ শতাংশ। আর এই সুদের টাকা সরাসরি বিনিয়োগ কারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। পাশাপাশি চাইলে এই টাকা সঞ্চয় করে রাখা যায় অথবা প্রয়োজনে তুলেও নেওয়া যায়।

Post Office Scheme that allows you to make significant savings with a small investment

আরও পড়ুন: বছরশেষে যাত্রীদের মাথায় হাত! দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল,দেখে নিন তালিকা

তবে এই প্রকল্প মাত্র ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। যেখানে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা রাখা যায়। পাশাপাশি জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এছাড়াও এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে গেলে বিনিয়োগকারীর পোস্ট অফিসে সেভিংসের অ্যাকাউন্ট থাকা আবশ্যিক।

পাশাপাশি এই অ্যাকাউন্ট খোলার পর থেকেই শুরু হয়ে যায় মাসিক আয়। এছাড়া নিরাপদ বিনিয়োগ ও নিশ্চিত মাসিক যারা সন্ধান করছেন তাদের জন্য এই স্কিমটি একেবারে আদর্শ। পাশাপাশি যদি কোন বিনিয়োগকারী সিঙ্গেল অ্যাকাউন্টে এককালীন নয় লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তিনি পাঁচ বছর ধরে প্রতিমাসে প্রায় ৫৫৫০ টাকা করে নিশ্চিত আয় পাবেন।

অর্থাৎ এর অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এছাড়াও এমআইএস স্কিমের মেয়াদ পাঁচ বছর। এবং মেয়াদ শেষে বিনিয়োগকারী সম্পূর্ণ মূল্য ধন ফেরত দিয়ে দেওয়া হয়। যার ফলে মূল টাকা নিরাপত্তা, পুরোপুরি বজায় থাকে। এছাড়াও নিরাপদ বিনয়ক ও নিশ্চিত মানসিক আয়ের সন্ধান যারা করছেন অথবা বিশেষ করে অবসরপ্রাপ্ত বা মধ্যবয়স্ক পরিবারের জন্য পোস্ট অফিসের এমআইএস স্কিম  আদর্শ একটি বিকল্প (Post Office Scheme)।